বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্ককে তিনি ১৬৭৮ সালে একটি সূত্রের আকারে প্রকাশ করেন। এর নাম হুকের সূত্র।
হুকের সূত্রের বিবৃতি হলো, “স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।”
অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ∝ বিকৃতি।
বা, পীড়ন = ধ্রুবক × বিকৃতি
বা, পীড়ন/বিকৃতি = ধ্রুবক
এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়।