মৌলিক এককঃ যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে।
মৌলিক একক মোট সাতটি। এগুলো হলো– দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল।
যৌগিক এককঃ যেসব একক একাধিক মৌলিক একক নিয়ে গঠিত তাকে যৌগিক একক বলে। যেমন : ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থ এককের গুণফল। এখানে শুধুমাত্র দৈর্ঘ্য বা প্রস্থ দ্বারা ক্ষেত্রফলের একক নির্ধারণ করা যায় না। তাই ক্ষেত্রফলের একক একটি যৌগিক একক।