ফুয়েল সেল কি? পরিবাহী ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফুয়েল সেল হলো এক প্রকার যান্ত্রিক কৌশল, যার সাহায্যে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়। সাধারণ গ্যালভানিক কোষের মতো একটি ফুয়েল সেলে দুটি ইলেকট্রোড বা তড়িৎদ্বার থাকে। একটি হলো অ্যানোড বা ঋণাত্মক তড়িৎদ্বার এবং অপরটি হলো ক্যাথোড বা ধনাত্মক তড়িৎদ্বার।

পরিবাহী ও অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য লিখ।

পরিবাহী ও অর্ধ-পরিবাহীর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

  • যেসব পদার্থ সহজেই তড়িৎ পরিবহন করতে পারে তাদের পরিবাহী বলে। অন্যদিকে পরিবাহী ও অপরিবাহীর মধ্যবর্তী পদার্থকে অর্ধপরিবাহী বলে। অর্ধপরিবাহী পরিবাহীর মতো সহজেই তড়িৎ পরিবহন করতে পারে না।
  • পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ কমে।