প্রতিফলক দুরবিন কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে দুরবিনে অবতল দর্পণকে অভিলক্ষ হিসেবে ব্যবহার করা হয় তাকে প্রতিফলক দুরবিন বলে। যেমন গ্রেগরির দুরবিন, নিউটনের দুরবিন, হার্মেলের দুরবিন। ১৬৬৩ সালে বিজ্ঞানি গ্রেগরী সর্বপ্রথম প্রতিফলক দুরবিন উদ্ভাবন করলেও ১৬৬৮ সালে নিউটন সবচেয়ে প্রচলিত প্রতিফলক দুরবিন আবিষ্কার করেন।