একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হয়। এককের বিভিন্নতা দূর করার জন্য একটি সাধারণ পরিমাপ পদ্ধতি চালু করা হয়, যা এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বা আন্তর্জাতিক পদ্ধতি নামে পরিচিত। এই পদ্ধতিতে সকল ভৌত রাশির একটি নির্দিষ্ট একক আছে। যেমন, দৈর্ঘ্যের একক মিটার।