থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে বাসযাত্রী পেছনের দিকে হেলে পড়েন। কারণ ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে স্থিতি জড়তার কারণে বাসযাত্রী পেছনের দিকে হেলে পড়েন।

ব্যাখ্যা : বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীরও স্থির থাকে। হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের শরীরের বাস সংলগ্ন অংশ গতিশীল হয়, কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য স্থির অবস্থায় থাকতে চায়। তাই শরীরের নিচের অংশ থেকে উপরের অংশ পিছিয়ে পড়ে এবং যাত্রী পেছনের দিকে হেলে পড়েন।