তড়িৎ চুম্বকীয় বিকিরণের অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো (Visible-Light), অবলোহিত বিকিরণ (Infrared Radiation), বেতার তরঙ্গ (Radio Wave), অতিবেগুনী বিকিরণ (Ultraviolet Radiation), এক্স-রে (X-ray) ও গামা রশ্মি (Y-ray)। এসব বিকিরণ যে বর্ণালীর সৃষ্টি করে তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে।