ডট গুণন এবং ক্রস গুণনের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ডট গুণন

  • ডট গুণন একটি স্কেলার রাশি। এর কোনো দিক নেই।
  • ডট গুণনের মান রাশিদ্বয়ের মানের এবং অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমাণ।
  • ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে।
  • ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে ডট গুণন শূন্য হয়।

 

ক্রস গুণন

  • ক্রস গুণন একটি ভেক্টর রাশি। ডানহাতি স্ক্রু নিয়ম থেকে এর দিক নির্ণয় করা যায়।
  • ক্রস গুণনের মান রাশিদ্বয়ের মানের এবং অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর কোণের sine-এর গুণফলের সমান।
  • ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না।
  • ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে ক্রস গুণন শূন্য হয়।