কোন বস্তুর ওপর এক নিউটন (1N) বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগবিন্দুর এক মিটার (1m) সরণ হয়, তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল (1J) বলে। জুল হলো কাজের আন্তর্জাতিক একক।
1 জুল = 1 নিউটন × 1 মিটার
= 1 নিউটন মিটার
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য কি?
শক্তি ও ক্ষমতার মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ
শক্তি
১. কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
২. শক্তি দ্বারা মোট কাজের হিসাব পাওয়া যায়।
৩. শক্তি পরিমাপের জন্য সময় প্রয়োজন হয় না।
৪. M. K. S পদ্ধতিতে শক্তির একক জুল।
৫. শক্তি = F × S
ক্ষমতা
১. কোন বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।
২. ক্ষমতা দ্বারা একক সময় কাজের হিসাব পাওয়া যায়।
৩. ক্ষমতা পরিমাপের জন্য সময় প্রয়োজন হয়।
৪. M. K. S পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট।
৫. ক্ষমতা, P = কাজ (W)/সময় (t)।