ওহমের সূত্র কাকে বলে? ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অধ্যাপক বিজ্ঞানী জর্জ সাইমন ওহম ১৮২৬ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে একটি গাণিতিক সম্পর্ক আবিষ্কার করেন। একে তাঁর নামানুসারে ওহমের সূত্র বলে।

ওহমের সূত্র ব্যবহার করে বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স গাণিতিক নিয়মে বের করা যায়। এছাড়া, কারেন্ট নির্ণয় করে তারের সাইজ বের করা যায়। তাপমাত্রা স্থির থাকলে ওহমের সূত্রের যে কোনো তিনটি রাশির মধ্যে দুটি রাশির মান জানা থাকলে ওহমের সূত্র প্রয়োগ করে অপর রাশির মান নির্ণয় করা যায়। বিদ্যুৎ প্রযুক্তিতে এ সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ জন্য বলা হয়, “Ohm’s law is the mother of all law “।

ওহমের সূত্রটি হলো– তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য V, রোধ R এবং তড়িৎ প্রবাহ I হলে ওহমের সূত্রানুসারে,

ওহমের সূত্র কাকে বলে? ব্যাখ্যা কর।