সাম্য বল ও অসাম্য বল বলতে কি বুঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সাম্য বল : কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ বস্তুর কোনো ত্বরণ না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যাবস্থায় আছে। যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে সাম্য বল বলে।

অসাম্য বল : কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ বস্তুর ত্বরণ হয়, তখন আমরা বলি বস্তুটি অসাম্যাবস্থায় আছে। যে বলগুলো এই অসাম্যাবস্থা সৃষ্টি করে তাদেরকে অসাম্য বল বলে।