সমপ্রবাহ কাকে বলে?
প্রবাহীর বেগ সর্বদা ধ্রুব থাকলে তাকে সমপ্রবাহ বলে।
অসমপ্রবাহ কাকে বলে?
যদি সর্বক্ষণ প্রবাহীর বেগ একই না থাকে তবে তাকে অসমপ্রবাহ বলে।
সমরেখ প্রবাহ কাকে বলে?
যদি প্রবাহীর বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে তবে তাকে সমরেখ প্রবাহ বলে।
বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে?
প্রবাহীর প্রত্যেকটি অণু যদি তার গতিপথের সাথে সমান্তরালে প্রবাহিত না হয়, তবে সেই প্রবাহকে বিক্ষিপ্ত প্রবাহ বলে। এরূপ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর গতিপথে ঘূর্ণন এবং আবর্তের সৃষ্টি হয় এবং প্রবাহী কণার গতিপথ ও গতিবেগ নিরন্তন পরিবর্তিত হয়।
বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্য :
(i) প্রবাহীর স্তরগুলি পরস্পর সমান্তরাল হয় না।
(ii) বিক্ষিপ্ত প্রবাহে চলমান প্রবাহীর কণাগুলি বেগ বিভিন্ন৷
(iii) বেগ বেশি হলে গতিরেখাগুলি ঘূর্ণীপাকের মত হয়।
(iv) বিক্ষিপ্ত প্ৰবাহ সর্বদা অশান্ত হয়।