মুক্ত কম্পন : স্পন্দনক্ষম যেকোনো বস্তুকে আন্দোলিত করলে বস্তুটি একটি নির্দিষ্ট কম্পাঙ্ক ও পর্যায়কালে স্পন্দিত হয়। এই স্পন্দনকে মুক্ত বা স্বাভাবিক (natural) কম্পন বলে। মুক্ত কম্পাঙ্ক বস্তুর ঘনত্ব,আকৃ্তি ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। যেমন সরল দোলকের দৈর্ঘ্য পরিবর্তন করলে এর কম্পাঙ্ক ভিন্নতর হয়।
পরবশ কম্পন : স্পন্দনক্ষম বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের জন্য বস্তুটি তার স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হওয়ার পরিবর্তে যখন আরোপিত কম্পনের কম্পাঙ্কে স্পন্দিত হতে থাকে তখন এ কম্পনকে আরোপিত বা পরবশ কম্পন বলে।