বৈদ্যুতিক ক্ষমতা কি? বৈদ্যুতিক ক্ষমতার একক কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বৈদ্যুতিক ক্ষমতা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের মধ্যে দিয়ে বৈদ্যুতিক শক্তি স্থানান্তরের হার। অন্যভাবে বলা যায়, কোনো বৈদ্যুতিক যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় করে কিংবা অন্য শক্তিতে (তাপ, আলো, যান্ত্রিক ইত্যাদি) রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক ক্ষমতা বলে।

এর এসআই (SI) একক ওয়াট, এবং প্রতি সেকেন্ডে এক জুল হয়।  বৈদ্যুতিক শক্তি সাধারণত ইলেক্ট্রিক জেনারেটরে তৈরি হয়। কিন্তু ব্যাটারী থেকেও এ শক্তি চালনা করা যায়।  ইলেক্ট্রিক্যাল পাওয়ার গ্রিড এর মাধ্যমে বাসা বাড়ি, কল-কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠানে এটি পরিবহন করা হয়। বৈদ্যুতিক ক্ষমতা বিপণনের একক কিলো-ওয়াট ঘণ্টা।