বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–
ভর

  •  কোনো বস্তুতে বিদ্যমান পদার্থের মোট পরিমাণকে ভর বলে।
  •  ভরকে “m” দ্বারা প্রকাশ করা হয়।
  •  ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম বা কেজি।
  •  কোনো বস্তু যে পরমাণু অণু দিয়ে গঠিত তার সংখ্যা ও সংযুক্তি দিয়ে ঐ বস্তুর ভর বের করা যায়।
  •  কোনো বস্তুর ভর স্থানভেদে পরিবর্তিত হয় না। ইহা বস্তুর মৌলিক ধর্ম।

ওজন

  •  কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে।
  •  ওজনকে “w” দ্বারা প্রকাশ করা হয়।
  •  ওজনের একক নিউটন।
  •  কোন বস্তুর ভরকে ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে গুণ করলে ঐ বস্তুর ওজন পাওয়া যায়।
  •  বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। স্থানভেদে “g” এর মান পরিবর্তিত হওয়ায় বস্তর ওজন ও পরিবর্তিত হয়।