তড়িৎ বল কাকে বলে? তড়িৎ বলের উদাহরণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুটি সমধর্মী বা বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে তড়িৎ বল বা স্থির তড়িৎ বল বলে।

যেমন, একটি ধনাত্মক আধানে আহিত প্লাস্টিক দণ্ডকে নাইলনের সুতা দিয়ে ঝুলিয়ে দিয়ে একটি ঋণাত্মক আধানে আহিত পলিথিনের দণ্ডকে এর নিকটে আনা হলে প্লাস্টিকের দণ্ডটি পলিথিনের দণ্ডের দিকে ঘুরে যাবে। এ থেকে বুঝা যায়, আধান থাকার কারণে দুটি বস্তু পরস্পরের উপর বল প্রয়োগ করে যা তড়িৎ বল নামে পরিচিত।