এসআই পদ্ধতি কি? প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ, একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কথা বিবেচনা করে ১৯৬০ সাল থেকে পৃথিবীর সমস্ত দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বলে।

প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন?
দৈনন্দিন জীবনে জানা-অজানা অনেক বিষয়ে আমরা আন্দাজ করে পরিমাপ করে থাকি, যা সাধারণত সঠিক হয় না। ফলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। যেমন : রান্না করার সময় যদি পরিমাণমতো সব মসলা না দেওয়া হয় তাহলে তরকারি খাওয়ার অনুপযোগী হয়। তাছাড়া জামা-কাপড় তৈরিতে পরিমাপ সঠিক না হলে তা গায়ে লাগে না। তাই প্রতিটি কাজ সঠিকভাবে সমাধান করার জন্য সঠিক পরিমাপ খুবই প্রয়োজন।