কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে। আবার, এ মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে বিদ্যমান আকর্ষণকে মহাকর্ষ বলা হয়। সুতরাং সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ এবং পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। কিন্তু পৃথিবী যেহেতু মহাবিশ্বেরই একটি বস্তু, তাই পৃথিবী ও একটি বস্তুর (যেমন পৃথিবী ও চন্দ্র) মধ্যে যে আকর্ষণ তা এক ধরনের মহাকর্ষ। সুতরাং বলা যায়, অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ।