সুডোকোড (Pseudocode in Bengali)
সুডোকোড বলতে প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালি সংবলিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমষ্টিকে বোঝায়। সুডোকোড অ্যালগরিদমের পূর্ব প্রস্তুতি বা অনেক ক্ষেত্রে অ্যালগরিদমের বিকল্প হিসেবে কাজ করে থাকে। সুডোকোড দিয়ে একটি প্রোগ্রামকে এমনভাবে তুলে ধরা হয় যা কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল নয়। এটা সুন্দর ও সহজ ইংরেজি ভাষার সমস্যা সমাধানের প্রতিটি ধাপ বর্ণণা করে।
স্ক্যান কোড (Scancode in Bengali)
স্ক্যান কোড হলো একটি ডেটা যা কম্পিউটারকে কোন কী চাপা হয়েছে তা জানায়। কীবোর্ডের প্রত্যেকটি কী এর জন্য আলাদা আলাদা স্ক্যান কোড রয়েছে। যখন কীবোর্ডের উপর চাপ প্রয়োগ করা হয়, তখন এর কলাম-সারি অনুসৃত সিগন্যাল কীবোর্ডের ভিতর থাকা একটি ইন্টাফেস আইসিতে গৃহীত হয় এবং এই সিগন্যাল আইসি দ্বারা অনুদিত হয়ে ক্যাবলের দিয়ে মাদারবোর্ডে প্রবেশ করে। কীবোর্ড ইন্টারফেস কলাম-সারি অনুসৃত সিগন্যালকে সিঙ্গেল বাইট কোডে রূপান্তর করে। একেই কী কোড বা স্ক্যান কোড বলা হয়।