ণ-ত্ব বিধান : যে নিয়ম বা বিধান অনুযায়ী পদস্থিত দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’-তে পরিণত হয়, তাকে ণ-ত্ব বিধান বলে।
অথবা, যে বিধান পাঠ করলে আমরা বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের দন্ত্য ‘ন’ ও মূর্ধন্য ‘ণ’ এর সঠিক ব্যবহার প্রণালীকে জানতে পারি তাকে ণ-ত্ব বিধান বলে।
ষ-ত্ব বিধান : যে বিধান বা নিয়ম অনুযায়ী পদ মধ্যস্থিত দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’ হয়, তাকে ষ-ত্ব বিধান বলে।