ভূত্বকের নিচের স্তরকে গুরুমণ্ডল বলে।
গুরুমণ্ডলের বৈশিষ্ট্য
গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো–
- বিস্তৃতি : প্রায় ২৮৮৫ কিলোমিটার।
- তাপমাত্রা : গুরুমণ্ডলের ১০০ কি.মি. গভীরতায় আনুমানিক তাপমাত্রা ১১০০°-১২০০° সেলসিয়াস ও ৭০০ কি.মি. গভীরতায় তা প্রায় ১৯০০° সেলসিয়াস এবং বহিঃকেন্দ্রমণ্ডলের সীমানায় প্রায় ৩০০০° সেলসিয়াস।
- গাঠনিক উপাদান : সিলিকন ডাই-অক্সাইড (SiO2), ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) ও আয়রন অক্সাইড (FeO) খনিজ সংমিশ্রণে গঠিত।
- চাপ : এর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১৪০০ টন।
- আয়তন শতকরা হার : এ স্তর ভূ-অভ্যন্তরের ৮২.২৫% স্থান দখল করে আছে।