অনুকার বা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনোকিছুর ধ্বনির অনুকরণে গঠিত ধ্বনি দু’বার উচ্চারিত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে অনুকার বা ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বলে। যেমন– খল খল, কল কল ইত্যাদি।

কোনোকিছুর স্বাভাবিক আওয়াজ বা ধ্বনির অনুকরণে গঠিত শব্দকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি বা অনুকার অব্যয়ের দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়