হেলানো তল একটি সরল যন্ত্র। হেলানো তলের সাহায্যে কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে তোলা যায়।
হেলানো তল কীভাবে কাজ সহজ করে?
হেলানো তল যেভাবে কাজ সহজ করে তা নিচে দেওয়া হলো–
- প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে।
- কম বল প্রয়োগে বেশি কাজ সম্পন্ন করে।
- বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে।
- গতি ও দূরত্ব বৃদ্ধি করে