লেজার রশ্মি কি? What is Laser Ray in Bangla?

 

 

 

 

 

 

 

 

লেজার রশ্মি কি? (What is Laser Ray in Bengali/Bangla?)
লেজার রশ্মি একটি অসাধারণ ও অস্বাভাবিক বৈশিষ্ট্যের অধিকারী কৃত্রিম আলোক রশ্মি। LASER এর পূর্ণরূপ হলো Light Amplification by Stimulated Emission of Radiation। নির্দিষ্ট কম্পাংকের আপতিত রশ্মি দ্বারা প্রভাবিত হয়ে উত্তেজিত আকারের পরমাণু বিকিরণ নিঃসরণের মাধ্যমে লেজার রশ্মি সৃষ্টি হয়। এ রশ্মি আবিষ্কারের ফলে বিজ্ঞানের গবেষণা ও প্রায়োগিক ক্ষেত্রে বিপ্লব সূচিত হয়েছে।

লেজার রশ্মির বৈশিষ্ট্য (Characteristics of Laser Ray)

  • একবর্ণী ও চরম তীব্রতা সম্পন্ন;
  • নিখুঁতভাবে সমান্তরাল পথে গমন করে;
  • লেজারের আলো সুসংহত, অত্যন্ত উজ্জ্বল ও তীক্ষ্ণ;
  • এ রশ্মি পানি দ্বারা শোষিত হয় না;
  • এটি দিকাভিমুখী।

 

লেজার রশ্মির প্রয়োগ (Application of Laser Ray)

লেজার রশ্মির নানাবিধ ব্যবহার রয়েছে। যেমন :

  • কঠিন বস্তুতে গর্ত করা, জোড়া লাগানো বা ঝালাই এর কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
  • চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্ম অস্ত্রপাচারে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • লেজার রশ্মির সাহায্যে সঠিকভাবে দূরত্ব মাপা যায়।
  • কম্পিউটার প্রিন্টারসহ অনেক ইলেক্ট্রনিক সামগ্রীতে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
  • যোগাযোগ প্রযুক্তিতে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • কসমেটিক সার্জারীতে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
  • লেজার রশ্মির সাহায্যে আলোর বিভিন্ন বৈশিষ্ট্য প্রমাণ করা যায়।