নিউটনের গতির তৃতীয় সূত্র কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউটনের গতি বিষয়ক ৩য় সূত্রটি হলো- ‘প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’ অর্থাৎ কোনো বস্তুর উপর কোনো কিছু যতটুকু ক্রিয়া সংঘটিত করবে ঐ বস্তুটি ঠিক ততটুকুই প্রতিক্রিয়া ফিরিয়ে দেবে। এক্ষেত্রে ক্রিয়া-প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর হবে। উদাহরণস্বরূপ রকেটের কথা বলা যায়। রকেটের পেছন থেকে তীব্র গতিতে গ্যাসীয় জ্বালানি বের হয়ে আসে। এর প্রতিক্রিয়াস্বরূপ রকেটও সমান গতিতে বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে ছুটে চলে।

এ সম্পর্কিত আরও প্রশ্ন ও উত্তরঃ–

নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকার পেছনে সরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : যখন কোনো লোক নৌকা থেকে লাফ দিয়ে তীরে পৌঁছায় তখন নৌকাটির উপর বল প্রয়োগ করার ফলে নৌকাটি পেছনে সরে যায়। একই সঙ্গে নৌকাটিও সমান ও বিপরীতমুখী বল লোকটির উপর প্রয়োগ করে।