অ্যারে (Array) কাকে বলে? অ্যারে ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

একই ধরনের ডেটা টাইপের গুচ্ছকে অ্যারে (Array) বলে। অ্যারের এলিমেন্টগুলো মেমোরিতে পাশাপাশি অবস্থান করে। অ্যারের নাম সংলগ্ন তৃতীয় বন্ধনীর ‘[  ]’ মধ্যে অ্যারে সাইজ লেখা হয়, যা অ্যারে ভেরিয়েবলের সর্বোচ্চ ডেটার সংখ্যা নির্দেশ করে, এই সংখ্যাকে অ্যারের Index বলা হয় এবং অ্যারের প্রতিটি স্বতন্ত্র ভেরিয়েবলকে আলাদাভাবে অ্যারে উপাদান (Array element) বলা হয়। অ্যারে একটি ডিরাইভড ডেটা টাইপ। যেমন– int Roll[4];
এখানে Roll একটি int টাইপ অ্যারে। এই অ্যারেতে মোট পাঁচটি রোল নাম্বার আছে, যা অ্যারের সাইজ নির্দেশ করে। এই অ্যারের ১ম ভেরিয়েবলটি হলো– Roll[0], ২য় ভেরিয়েবলটি হলো– Roll[1], ৩য় ভেরিয়েবলটি হলো– Roll[2], ৪র্থ ভেরিয়েবলটি হলো– Roll[3] এবং ৫ম ভেরিয়েবলটি হলো– Roll[4]।

অ্যারে ব্যবহারের সুবিধা (Advantages of using Array)
১. একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়।
২. অ্যারে প্রোগ্রাকে সহজ, সুন্দর ও ছোট করে।
৩. প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।
৪. অ্যারের উপাদানগুলো দ্রুত একসেস করা যায়।
৫. প্রোগ্রামের জটিলতা কমায়।

অ্যারে ব্যবহারের অসুবিধা (Disadvantages of using Array)
১. প্রোগ্রাম নির্বাহের সময়ে অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না।
২. প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হতে পারে।
৩. বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না।