ত্রিপদ নামকরণ বলতে কী বোঝায়? নন-কর্ডেট প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জীবের নামকরণের আন্তর্জাতিক নিয়মানুযায়ী গণ, প্রজাতি ও উপপ্রজাতি নামের তিনটি পদ ব্যবহার করে জীবের যে নামকরণ করা হয় তাই ত্রিপদ নামকরণ। যেমন: Corvus splendens protegatus এটি মূলত শ্রীলঙ্কান কাক। উপপ্রজাতি protegatus শ্রীলঙ্কায় কাকের আবাসস্থল নির্দেশ করে।

নন-কর্ডেট প্রাণীদের বৈশিষ্ট্য লিখ।

নন-কর্ডেট প্রাণীদের বৈশিষ্ট্য দেওয়া হলো:

i. জীবনের কোনো অবস্থাতেই নটোকর্ড থাকে না।

ii. জীবন দশায় কখনোই ফুলকারন্দ্র থাকে না।

iii. সাধারণত স্নায়ু থাকে না, তবে থাকলে তা গ্রন্থিযুক্ত এবং অঙ্কীয় দেশের মধ্যরেখা বরাবর অবস্থান করে।

iv. কখনোই অন্তঃকঙ্কাল থাকে না।

v. লোহিত রক্তকণিকা থাকে না।

vi. হৃৎপিণ্ড থাকলে তা পৌষ্টিক নালির পৃষ্ঠীয় দিকে অবস্থিত।

vii. রক্ত হিমোসাইট ধরনের হয়।