শীতল রক্তবিশিষ্ট প্রাণী কাকে বলে? চিংড়ি ও ইলিশের মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

যেসব প্রাণীর রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে তাদেরকে শীতল রক্তবিশিষ্ট প্রাণী বলে। যেমন : কুনোব্যাঙসাপ ইত্যাদি। শীতকালে তাপমাত্রা কমার সাথে সাথে এদের রক্তের তাপমাত্রাও কমে যায়। তাই শীতকালে কুনোব্যাঙকে মাটির গর্তে বা ঘরের কোণে চুপচাপ পড়ে থাকতে দেখা যায়।

চিংড়ি ও ইলিশের মধ্যে পার্থক্য কি?

চিংড়ি ও ইলিশের মধ্যে পার্থক্য হলো–

  1. চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। অপরদিকে, ইলিশ মেরুদণ্ডী প্রাণী।
  2. চিংড়ির দেহে আঁইশ এবং কঙ্কাল থাকে না। অন্যদিকে, ইলিশের দেহে আঁইশ এবং কঙ্কাল থাকে।
  3. চিংড়ির দেহে সন্ধিযুক্ত, খণ্ড খণ্ড পা আছে কিন্তু কোনো পাখনা নেই। অপরদিকে ইলিশের পাখনা রয়েছে।