প্রসেসরের ভাষা ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রসেসরের ভাষা ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো–

প্রসেসরের ভাষা

  • প্রসেসর যে ভাষা বুঝে কাজ করতে পারে সেটা হলো প্রসেসরের ভাষা।
  • সকল প্রসেসরের ভাষা (মেশিন ভাষা) একই।
  • এ ভাষায় ব্যবহৃত হয় শুধুমাত্র ০ ও ১।
  • মানুষের ভাষা বুঝতে প্রসেসর, সফটওয়্যারের (ইন্টারপ্রেটর বা কম্পাইলার) এর সাহায্য নেয়।
  • প্রসেসরের ভাষা মানুষের দ্বারা তৈরি।
  • প্রসেসরের ভাষা ইনপুট গ্রহণ, প্রসেসিং ও আউটপুট প্রদানে ব্যবহৃত হয়।

 

মানুষের ভাষা

 

  • মানুষ যে ভাষায় মনের ভাব আদান-প্রদান করতে পারে সেটা হলো মানুষের ভাষা।
  • মানুষের ভাষা বিভিন্ন ধরনের হয়। যেমনঃ বাংলা, ইংরেজি, হিন্দি ইত্যাদি।
  • মানুষের ভাষায় বিভিন্ন বর্ণ ও সংখ্যা ব্যবহৃত হয়।
  • এক ভাষা জানা মানুষ যদি অন্য ভাষা জানা মানুষের সাথে কথা বলতে চায় তাহলে দোভাষীর সাহায্য নেয়।
  • মানুষের ভাষা সভ্যতার বিবর্তনে তৈরি।
  • মানুষের ভাষা লিখতে পড়তে বা বলতে ব্যবহৃত হয়।