এসএসসি (SSC) কৃষিশিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. কৃষিকাজ ও কৃষিপ্রযুক্তি হচ্ছে —

 

ক. একে অপরের পরিপূরক

 

খ. একে অপরের বিপরীত

 

গ. একে অপরের ভিন্নধর্মী

 

ঘ. সম্পূর্ণ আলাদা

 

সঠিক উত্তর : ক. একে অপরের পরিপূরক

 

২. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, তাকে কী বলে?

 

ক. কৃষিপ্রযুক্তি

 

খ. কৃষি যান্ত্রিকীকরণ

 

গ. জমি প্রস্তুতি

 

ঘ. কৃষি আবহাওয়া

 

সঠিক উত্তর : ক. কৃষিপ্রযুক্তি

 

 

 

৩. ফসল উৎপাদন কোন বৈশিষ্ট্যের ওপর নির্ভরশীল?

 

ক. মাটি খ. সার

 

গ. বীজ ঘ. পানি

 

সঠিক উত্তর : ক. মাটি

 

৪. বাংলাদেশের মাটিতে কোন নদীর পলি অনুপস্থিত?

 

ক. পদ্মা খ. মেঘনা

 

গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা

 

সঠিক উত্তর : ঘ. শীতলক্ষ্যা

 

 

 

৫. খরিপ–২ মৌসুমের সময়কাল কখন?

 

ক. চৈত্র হতে জ্যৈষ্ঠ

 

খ. আষাঢ় হতে ভাদ্র

 

গ. আশ্বিন হতে ফাল্গুন

 

ঘ. জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

 

সঠিক উত্তর : খ. আষাঢ় হতে ভাদ্র

 

৬. গম চাষের জন্য আদর্শ পিএইচ মাত্রা কত?

 

ক. ৫.০-৬.০ খ. ৬.০-৭.০

 

গ. ৬.৫-৭.৫ ঘ. ৭.০-৮.০

 

সঠিক উত্তর : খ. ৬.০-৭.০

 

৭. কোন নদীর পলিবাহিত উর্বর সমভূমিতে পাট ভালো জন্মে?

 

ক. পদ্মা খ. মেঘনা

 

গ. শীতলক্ষ্যা ঘ. তিস্তা

 

সঠিক উত্তর : খ. মেঘনা

 

 

 

 

 

 

 

 

 

 

৮. অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর?

 

ক. পাট খ. গম

 

গ. ডাল ঘ. ধান

 

সঠিক উত্তর : গ. ডাল

 

৯. মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী ৩০টি কৃষি পরিবেশ অঞ্চলকে কত ভাগে ভাগ করা যায়?

 

ক. ৩টি খ. ৪টি

 

গ. ৫টি ঘ. ৬টি

 

সঠিক উত্তর : গ. ৫টি

 

 

 

১০. আলু চাষের উত্তম অম্লমান মাত্রা কত?

 

ক. ৩–৪ খ. ৪–৬

 

গ. ৬–৭ ঘ. ৭–৮

 

সঠিক উত্তর : গ. ৬–৭

 

১১. ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম?

 

ক. উপকূলীয় অঞ্চল

 

খ. কাদামাটি অঞ্চল

 

গ. পাহাড়ি ও পাদভূমি অঞ্চল

 

ঘ. দোআঁশ ও পলি দোআঁশ অঞ্চল

 

সঠিক উত্তর : খ. কাদামাটি অঞ্চল

 

 

 

১২. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি?

 

ক. গম খ. ভুট্টা

 

গ. ধান ঘ. পাট

 

সঠিক উত্তর : গ. ধান

 

১৩. খরিপ–১ মৌসুমের ফসল কোনটি?

 

ক. তিল খ. ফুলকপি

 

গ. বাঁধাকপি ঘ. টমেটো

 

সঠিক উত্তর : ক. তিল

 

 

 

 

 

 

 

 

 

 

১৪. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কেমন?

ক. জৈব পদার্থ নিম্ন মাত্রার

খ. জৈব পদার্থ উচ্চ মাত্রার

গ. জৈব পদার্থ মাঝারি মাত্রার

ঘ. জৈব পদার্থ অল্প মাত্রার

সঠিক উত্তর : ঘ. জৈব পদার্থ অল্প মাত্রার

 

১৫. বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৪.৫–৫.৫  খ. ৫.৫–৬.৫

গ. ৬.৫–৭ ঘ. ৭–৭.৫

সঠিক উত্তর : খ. ৫.৫–৬.৫

১৬. বৃষ্টিনির্ভর ফসল কোনটি?

ক. ফুলকপি খ. পেঁয়াজ

গ. পাট ঘ. শর্ষে

সঠিক উত্তর : ঘ. শর্ষে

১৭. উপকূলীয় অঞ্চলে মাটির অম্লমান মাত্রা কত?

ক. ৫–৬.৫ খ. ৬–৭.৫

গ. ৬.৫–৮ ঘ. ৭.০–৮.৫

সঠিক উত্তর : ঘ. ৭.০–৮.৫

 

১৮. জমিতে সবুজ সার হিসেবে কোন ফসলের চাষ করা হয়?

ক. পাট খ. সবুজ শাক

গ. ধৈঞ্চা ঘ. নেপিয়ার ঘাস

সঠিক উত্তর : গ. ধৈঞ্চা

১৯. জমি চাষের বিবেচ্য বিষয় কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি  ঘ. ৬টি

সঠিক উত্তর : গ. ৪টি

২০. ভূমিক্ষয়ের প্রধান কারণ কোনটি?

ক. জলোচ্ছ্বাস খ. পাহাড়ি ঢল

গ. বৃষ্টি ঘ. জুমচাষ

সঠিক উত্তর : গ. বৃষ্টি