কম্পিউটার বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১) কোনটি কম্পিউটারের প্রাণশক্তি?

 

উত্তরঃ সফটওয়্যার।

 

২) সফটওয়্যার হার্ডওয়্যারগুলোর কি?

 

উত্তরঃ প্রাণ।

 

৩) প্রোগ্রাম কি?

 

উত্তরঃ নির্দেশমালা।

 

৪) সফটওয়্যার প্রধানত কত ধরনের?

 

উত্তরঃ ২

 

৫) সফটওয়্যার শক্তির ধরন কী?

 

উত্তরঃ অদৃশ্য শক্তি।

 

৬) কম্পিউটারের অভ্যন্ত্ৰীণ কাজগুলো পরিচালনা করে কে?

 

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

 

৭) কম্পিউটার সুইচ অন (ON) করার সাথে সাথে কে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে?

 

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

 

৮) সুইচ অন করার সাথে সাথে কম্পিউটার কী দেখে?

 

অথবা, কম্পিউটার চালু করার সাথে সাথে অপারেটিং সিস্টেম কী পরীক্ষা করে নেয়?

 

উত্তরঃ র‌্যাম স্পেস।

 

৯) কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কী বলে?

 

উত্তরঃ স্টার্টআপ ডিস্ক।

 

১০) Startup disk-এ কী থাকে?

 

উত্তরঃ System software

 

১১) অপারেটিং সিস্টেম কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে–

 

উত্তরঃ সেতু রচনা করে।

 

১২) কোনটি অপারেটিং সিস্টেমের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ?

 

উত্তরঃ ব্যবস্থাপনা।

 

১৩) কোনটি হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশনের সাথে যোগসূত্র রক্ষা করে?

 

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

 

১৪) অপারেটিং সিস্টেম গঠিত হয় অনেকগুলাে–

 

উত্তরঃ প্রোগ্রাম এর সমন্বয়ে।

 

১৫) কোনটি নিয়ন্ত্রণ অংশের সংশ্লিষ্ট প্রোগ্রাম?

 

উত্তরঃ সুপারভাইজর প্রোগ্রাম।

 

১৬) সেবামূলক প্রোগ্রামের অংশ কয়টি?

 

অথবা, সেবামূলক প্রোগ্রামকে কয়ভাগে ভাগ করা যায়?

 

উত্তরঃ দুটি।

 

১৭) সেবামূলক প্রোগ্রামের দুইটি অংশ রয়েছে, প্রক্রিয়াকরণ প্রোগ্রাম এবং–

 

উত্তরঃ উপযোগ প্রোগ্রাম।

 

১৮) কর্মবিভাগের ভিত্তিতে অপারেটিং সিস্টেমকে কয় ভাগে ভাগ করা যেতে পারে?

 

উত্তরঃ ২ ভাগে।

 

১৯) অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে বলা হয়–

 

অথবা, অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল–

 

অথবা, আধুনিক সিস্টেম সফটওয়্যারের নিউক্লিয়াস কোনটি?

 

উত্তরঃ কারনেল।

 

২০) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?

 

উত্তরঃ উইন্ডোজ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২১) কোনটির উপর ভিত্তি করে সিস্টেম সফটওয়্যার গড়ে উঠে?

 

উত্তরঃ কারনেল।

 

২২) কোন বিষয়টি কম্পিউটার বুঝতে পারে?

 

উত্তরঃ নিজস্ব ভাষা।

 

২৩) কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে–

 

উত্তরঃ মেশিন ভাষা।

 

২৪) কম্পিউটারের কয়েকটি অপারেটিং সিস্টেম হল —

 

উত্তরঃ উইন্ডােজ, এ্যাটলাস, ইউনিক্স।

 

২৫) কম্পিউটারের জন্য অপরিহার্য সফটওয়্যার–

 

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

 

২৬) টাইম শেয়ারিং সফ্টওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

 

উত্তরঃ লোকাল এরিয়া নেটওয়ার্কে।

 

২৭) কোন কমান্ডের সাহায্যে অপারেটিং সিস্টেম পরিচালনা করা হয়?

 

উত্তরঃ বর্ণভিত্তিক বা চিত্রভিত্তিক।

 

২৮) টাইম শেয়ারিং, রিসোর্স শেয়ারিং ও ক্লায়েন্ট সার্ভার-

 

উত্তরঃ সিস্টেম সফটওয়্যার।

 

২৯) লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) পদ্ধতির জন্য ব্যবহুত অপারেটিং সিস্টেম কোনটি?

 

উত্তরঃ টাইম শেয়ারিং।

 

৩০) সার্ভারের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে বলা হয়-

 

উত্তরঃ টার্মিনাল।

 

৩১) ডাম্ব টার্মিনাল থাকে কোন অপারেটিং সিস্টেমে?

 

উত্তরঃ টাইম শেয়ারিং।

 

৩২) সময়ের কোন এককে টাইম শেয়ারিং-এর কাজ হয়?

 

উত্তরঃ মিলি সেকেন্ড।

 

৩৩) টাইম শেয়ারিং এবং রিসোর্স শেয়ারিং পদ্ধতি দুটির সীমাবদ্ধতা দূর করার জন্য কী তৈরি করা হয়েছে?

 

উত্তরঃ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক।

 

৩৪) কোন নেটওয়ার্কে ওয়ার্ক স্টেশন সার্ভারের ক্লায়েন্ট?

 

উত্তরঃ ক্লায়েন্ট সার্ভার।

 

৩৫) সার্ভারের ক্লায়েন্ট কাকে বলা হয়?

 

উত্তরঃ ওয়ার্ক স্টেশনকে।

 

৩৬) ক্লায়েন্ট সার্ভার কি?

 

উত্তরঃ এক ধরনের অপারেটিং সিস্টেম।

 

৩৭) রিয়েল টাইম-এর অর্থ কী?

 

উত্তরঃ তাৎক্ষণিক।

 

৩৮) কোনটি সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয়?

 

উত্তরঃ প্যাকেজ প্রোগ্রাম।

 

৩৯) ব্যবহারিক কর্মসূচি প্রধানত কত প্রকার?

 

অথবা, এপ্লিকেশন প্রোগ্রাম কত প্রকার?

 

উত্তরঃ দুই প্রকার।

 

৪০) কম্পিউটারে ব্যবহারিক কর্মসূচির প্রচলন হয়-

 

উত্তরঃ ষাটের দশকে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪১) বৈজ্ঞানিক সমস্যা সমাধান ও বিশ্লেষণের জন্য নিচের কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি ব্যবহার করা হত?

 

উত্তরঃ ফোরট্রান।

 

৪২) ALGOL কি?

 

উত্তরঃ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।

 

৪৩) প্রশ্নোত্তরমূলক কাজের জন্য কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হত?

 

উত্তরঃ বেসিক (BASIC)

 

৪৪) কোন কাজকে সংক্ষিপ্তভাবে একটি কমান্ডের মাধ্যমে বারবার করার জন্য ব্যবহৃত হয় —

 

উত্তরঃ ম্যাক্রো কমান্ড।

 

৪৫) অপেক্ষাকৃত পুরনো সফটওয়্যার কোনটি?

 

উত্তরঃ ওয়ার্ড স্টার।

 

৪৬) MS-word কী ধরনের সফটওয়্যার?

 

উত্তরঃ প্যাকেজ প্রোগ্রাম।

 

৪৭) পার্সোনাল কম্পিউটারের প্রথম জনপ্রিয় ওয়ার্ড-প্রসেসিং প্রোগ্রামের নাম কী?

 

অথবা, পিসির প্রথম জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রােগ্রাম–

 

উত্তরঃ Word Star

 

৪৮) নিচের কোনটি Word Processor Software নয়?

 

উত্তরঃ Word Count

 

৪৯) Word Processing Program-এ ফাইল সংরক্ষণ করার জন্য কোন মেনু প্রয়োজন?

 

উত্তরঃ File Menu

 

৫০) স্প্রেডলিস্ট কি?

 

উত্তরঃ হিসাব-নিকাশের প্রোগ্রাম।

 

৫১) কোন একটি সংখ্যার পরিবর্তনে সম্পর্কযুক্ত হিসাব আপনা আপনিই পরিবর্তিত হয়—

 

উত্তরঃ প্রেডসিট প্রোগ্রামে।

 

৫২) পৃথিবীর ১ম প্রেডসিট প্রোগ্রাম কোনটি?

 

উত্তরঃ ভিসিক্যাঙ্ক।

 

৫৩) লোটাস ১-২-৩ কোন অপারেটিং সিস্টেমে ব্যবহূত হয়?

 

উত্তরঃ DOS

 

৫৪) মেকিনটোশ কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী?

 

উত্তরঃ এ্যাপল কোম্পানি।

 

৫৫) মাইক্রোসফট করপোরেশন এক্সেল প্রোগ্রামটি প্রথম তৈরি করে কোন কম্পিউটারের জন্য?

 

উত্তরঃ মেকিনটোশ।

 

৫৬) মেকিনটোশ এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল ব্যবহূত প্রেডসিট

 

প্রোগ্রাম কি?

 

উত্তরঃ এক্সেল।

 

৫৭) প্রেডসিট প্রোগ্রাম কোনটি?

 

উত্তরঃ এক্সেল।

 

৫৮) ডাটাবেজ কি?

 

উত্তরঃ তথ্য ব্যবস্থাপনার প্রোগ্রাম।

 

৫৯) তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয়—

 

উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম।

 

৬০) আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ ইত্যাদি কার্যে বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনার জন্য কোন

 

প্রোগ্রাম ব্যবহার করা হয়?

 

উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম।

 

 

 

 

 

 

 

 

 

 

৬১) বিল গেটস এর প্রথম প্রোগ্রাম কোনটি?

 

উত্তরঃ MS DOC।

 

৬২) স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম কোনটি?

 

উত্তরঃ WINDOWS-95

 

৬৩) উইন্ডোজ/৯৫ কখন বাজারে আসে?

 

উত্তরঃ ২৪শে আগস্ট, ১৯৯৫

 

৬৪) উইন্ডোজ-৯৫-এর সর্বশেষ সংস্করণ কোনটি?

 

উত্তরঃ উইন্ডোজ এমই।

 

৬৫) উইন্ডোজ-৯৫ কত বিট অপারেটিং সিস্টেম?

 

উত্তরঃ একটি ৩২ বিট অপারেটিং সিস্টেম।

 

৬৬) উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমটি কত বিটের?

 

উত্তরঃ ৩২।

 

৬৭) উইন্ডোজ এনটি/২০০০-এর বিটের সংখ্যা কত?

 

উত্তরঃ ৩২

 

৬৮) কোথায় এ্যাটলাস অপারেটিং সিস্টেমের ডিজাইন করা হয়?

 

উত্তরঃ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে।

 

৬৯) এ্যাটলাস অপারেটিং সিস্টেমে প্রধান অংশ কি?

 

উত্তরঃ ডিভাইস ড্রাইভার।

 

৭০) কোনটি এ্যাটলাস অপারেটিং সিস্টেমে প্রধান স্মৃতি হিসাবে ব্যবহৃত হত?

 

উত্তরঃ ড্রম।

 

৭১) ম্যাক ওএস কী?

 

উত্তরঃ এক ধরনের অপারেটিং সিস্টেম।

 

৭২) ১ম কোন অপারেটিং সিস্টেমে ননটেক্সট-এ ইমেজ প্রদর্শন শুরু হয়?

 

উত্তরঃ ম্যাক ওএস

 

৭৩) মাইক্রোসফট ওয়ার্ড কি?

 

উত্তরঃ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।

 

৭৪) চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কোনটি?

 

উত্তরঃ ম্যাক ওএস।

 

৭৫) MAC OS কোন কম্পিউটারে চলে–

 

উত্তরঃ মেকিনটোশ।

 

৭৬) Windows 98 কোন ধরনের সফটওয়্যার?

 

উত্তরঃ সিস্টেম সফটওয়্যার।

 

৭৭) উইন্ডোজ ৯৮ কোন ধরনের সফটওয়্যার?

 

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

 

৭৮) উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ কি?

 

উত্তরঃ ৩.১

 

৭৯) উইন্ডোজ কি?

 

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

 

৮০) উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়?

 

উত্তরঃ ১৯৮৫ সালে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৮১) ফক্স-প্রো কি?

উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম।

৮২) ফাইল মেকার প্রো কোন ধরনের প্রোগ্রাম?

উত্তরঃ ডাটাবেজ।

৮৩) ফোর্থ ডাইমেনশন কি?

উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম।

৮৪) গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক ডাটাবেজ প্রোগ্রাম কোনটি?

উত্তরঃ ফাইলমেকার প্রো।

৮৫) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কাজ করার জন্য তার মতো করে কেন সফটওয়্যার তৈরি হয়?

উত্তরঃ কাস্টমাইজড সফটওয়্যার।

৮৬) কার্ড রিডারের সবচেয়ে বড় অসুবিধা কি?

উত্তরঃ গতি কম।

৮৭) এক হাজার কার্ড পাঠ করতে কার্ড রিডারের কত সময় লাগে?

উত্তরঃ ১ মিনিট।

৮৮) WINDOWS-NT কি?

উত্তরঃ ৩২ বিটের অপারেটিং সিস্টেম।

৮৯) উইন্ডোজ এনটি ৫.০ কী নামে পরিচিত?

উত্তরঃ উইন্ডোজ ২০০০।

৯০) মেইনফ্রেম কম্পিউটার থেকে শুরু করে মাইক্রোকম্পিউটার বা পার্সোনাল কম্পিউটারে ব্যবহার করা

যায় যে অপারেটিং সিস্টেম তার নাম কি?

উত্তরঃ UNIX

৯১) মাল্টিটাস্কিং এবং মাল্টিইউজার এপ্লিকেশন এর জন্য উপযোগী অপারেটিং সিস্টেম কোনটি?

উত্তরঃ UNIX।

৯২) ডস এবং ইউনিক্স কি?

উত্তরঃ বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম।

৯৩) লিনাক্স অপারেটিং সিস্টেম কোন দেশের যুবক উন্নয়ন করেন?

উত্তরঃ ফিনল্যান্ড।

৯৪) ইনটেল ও পাওয়ার পিসি প্রসেরের জন্য প্রস্তুত করা একটি আধুনিক অপারেটিং সিস্টেম কি?

উত্তরঃ বিই-ওএস (Be-OS)

৯৫) কোন সালে বিইওএস (Be-OS) প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৯২

৯৬) MS-DOS কোন অপারেটিং সিস্টেমের কোন হিসেবে তৈরি হয়েছিল?

উত্তরঃ CP/M

৯৭) ক্লোন কি?

উত্তরঃ আইবিএম পিসি’র নকল।

৯৮) CP/M কী?

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

৯৯) MS-DOS কী?

উত্তরঃ আইবিএম পিসির অপারেটিং সিস্টেম।

১০০) DOS তৈরি করেন কে?

উত্তরঃ বিল গেটস।