১. প্রাচীনকালে মানুষ হিংস্র জীব – জানোয়ারের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। এই সংগ্রামের কারণ কী?
ক. মানুষ ছিল আত্মনির্ভরশীল
খ. মানুষ ছিল পরনির্ভরশীল
গ. মানুষ ছিল গুহাবাসী
ঘ. মানুষ ছিল সভ্য প্রাণী
সঠিক উত্তর : গ
২. ইতিহাস, ঐতিহ্য, হিস্টোরিয়া শব্দগুলো নিচের কোন বিষয়টিকে সমর্থন করে?
ক. দর্শন খ. অর্থনীতি
গ. ইতিহাস ঘ. সমাজবিজ্ঞান
সঠিক উত্তর : গ
৩. গ্রিক ও পারসিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে?
ক. হেরোডোটাস খ. থুকিডাইডেস
গ. কালাহান ঘ. ই এইচ কার
সঠিক উত্তর : ক
৪. হেরোডোটাসকে ইতিহাসের জনক বলার কারণ —
i. তিনি ইতিহাস ও অনুসন্ধানের সমন্বয় সাধন করেন
ii. তিনি ইতিহাসের প্রাথমিক ভিত্তি স্থাপন করেন
iii. তিনিই প্রথম ইতিহাসের নামকরণ করেন হিস্টোরিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫. ইতিহাসের উপাদান সংরক্ষণ করা হয় কেন?
ক. অতীতকে জানার জন্য
খ. গবেষণাপত্র রচনার জন্য
গ. জাদুঘরে রাখার জন্য
ঘ. সাহিত্য রচনার জন্য
সঠিক উত্তর : ক
৬. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ।’ উক্তিটি কার?
ক. হেরোডোটাসের খ. ই এইচ কারের
গ. ই বি টেইলরের ঘ. র্যাপসনের
সঠিক উত্তর : খ
৭. লামা তারনাথ গোপালের সিংহাসনে আরোহণ সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, তা কী রূপ?
ক. উপন্যাস খ. কল্পকাহিনি
গ. ছোটগল্প ঘ. বাস্তব কাহিনি
সঠিক উত্তর : খ
৮. ‘ময়মনসিংহ গীতিকা’ ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. লিখিত খ. অলিখিত
গ. ঐতিহাসিক ঘ. ভৌগোলিক
সঠিক উত্তর : ক
৯. উয়ারী – বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. সিলেট খ. নরসিংদী
গ. বগুড়া ঘ. নওগাঁ
সঠিক উত্তর : খ
১০. ইতিহাসের উপাদান হিসেবে সমর্থনযোগ্য—
i. মৌলিক উপাদান
ii. লিখিত উপাদান
iii. অলিখিত উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১১. তাম্রশাসন বলার কারণ ছিল—
i. তামার ব্যবহার চালু করার জন্য
ii. তামার মুদ্রা চালু করার জন্য
iii. তামার পাতে খোদাই করে বিভিন্ন ঘোষণা দেওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কোন ইতিহাসের অন্তর্ভুক্ত হবে?
ক. স্থানীয় ইতিহাস
খ. আঞ্চলিক ইতিহাস
গ. জাতীয় ইতিহাস
ঘ. আন্তর্জাতিক ইতিহাস
সঠিক উত্তর : গ
১৩. ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য কী?
ক. গবেষণা
খ. শুধু অতীতের ঘটনাবলি
গ. যুদ্ধের বর্ণনা
ঘ. অতীত সংরক্ষণ
সঠিক উত্তর : ঘ
১৪. ইতিহাসের বিস্তৃতির প্রকৃতি কী রূপ?
ক. স্থিতিশীল খ. প্রাণহীন
গ. অপরিবর্তনীয় ঘ. সম্প্রসারণশীল
সঠিক উত্তর : ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও
শাহেদ তার চাচার সঙ্গে লালবাগের কেল্লা দেখতে যায়। সেখানে তারা মোগল সম্রাটদের পোশাক, অস্ত্র, মুদ্রা, নথিপত্র, সাহিত্য, জীবনী ইত্যাদি দেখতে পায়।
১৫. শাহেদের দেখা মুদ্রা ইতিহাসের কোন ধরনের উপাদান?
ক. জাতীয় খ. লিখিত
গ. অলিখিত ঘ. ব্যক্তিগত
সঠিক উত্তর : গ