আখলাক বলতে কী বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

 

 

আখলাক শব্দটি খুলুকুন এর বহুবচন। এর অর্থ স্বভাব সমষ্টি বা চরিত্র।

আখলাক বলতে সচ্চরিত্র বা দুশ্চরিত্র উভয়ই বোঝায়। সচ্চরিত্র আখলাকে হামিদাহ এবং দুশ্চরিত্র আখলাকে যামিমা। মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর, নির্মল ও মার্জিত হয় তখন তাকে আখলাকে হামিদাহ বলে। এমন কতগুলো নৈতিক অবক্ষয়মূলক আচরণ আছে যা মানুষকে হীন, নীচ, ইতর শ্রেণিভুক্ত ও নিন্দনীয় করে এগুলোকে আখলাকে যামিমা বলে। অর্থাৎ মিথ্যাচার, গিবত বা পরনিন্দা, গালি দেওয়া ইত্যাদি আখলাকে যামিমা বা নিন্দনীয় আচরণ।