উত্তর : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে বলে এ ভাষণটিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালিকে ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এ ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এ ভাষণ এক অনন্য দৃষ্টান্ত। এ ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এ কারণেই ৭ই মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয়