সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি

 

১। তুমি একটি ছবির ডিজিটাল প্রতিলিপি করতে চাও। এ ক্ষেত্রে কম্পিউটারের কোন ডিভাইসটি ব্যবহার করবে?

 

ক) প্লটার খ) কি-বোর্ড

 

গ) প্রিন্টার ঘ) স্ক্যানার

 

সঠিক উত্তর : ঘ

 

২। প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কারণ-

 

i. এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে

 

ii. প্রসেসর কম্পিউটারের সকল কাজের নির্দেশনা দেয়

 

iii. এর মাধ্যমে তথ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i খ) ii

 

গ) iii ঘ) i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

৩। তোমার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করবে?

 

ক) রম খ) র‌্যাম

 

গ) প্রসেসর ঘ) হার্ডডিস্ক

 

সঠিক উত্তর : ঘ

 

৪। একসাথে সরাসরি ছবি দেখা ও কথা বলার জন্য কোন কোন ডিভাইস ব্যবহার করা হয়?

 

ক) মোবাইল ফোন ও ওয়েব ক্যামেরা

 

খ) ওয়েব ক্যামেরা ও মাইক্রোফোন

 

গ) কম্পিউটার ও মাইক্রোফোন

 

ঘ) কম্পিউটার ও ওয়েব ক্যাম।

 

সঠিক উত্তর : খ

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

মতিন সাহেবের বড় নাতনী কণা ল্যাপটপে বসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট খেলা দেখছে। এ দেখে মতিন সাহেব তার নাতনীকে বললেন, ‘তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস?’ কণা খেলাটি রেকর্ড করে রাখল।

 

৫। কণা খেলা দেখতে পারে–

 

i. ইন্টারনেট ব্যবহার করে

 

ii. ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে

 

iii. টেলিভিশন-ল্যাপটপ সংযোগ করে

 

নিচের কোনটি সঠিক?

 

ক) i ও ii খ) i ও iii

 

গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

৬। খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি?

 

ক) হার্ডড্রাইভ খ) পেনড্রাইভ

 

গ) সিডি ঘ) ডিভিডি

 

সঠিক উত্তর : ক

 

৭। বর্তমানে কয় ধরনের মাউস আছে?

 

ক) এক ধরনের খ) দুই ধরনের

 

গ) তিন ধরনের ঘ) বহু ধরনের

 

সঠিক উত্তর : ঘ

 

৮। আজকে সবচেয়ে আধুনিক যন্ত্রটিই আগামীকাল হয়ে যাচ্ছে–

 

ক) বাতিল

 

খ) পুরনো

 

গ) আরও আধুনিক

 

ঘ) ব্যবহার অযোগ্য

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৯। কি-বোর্ডের বোতাম চেপে যন্ত্রের মধ্যে কী প্রবেশ করানো হয়?

ক) ছবি    খ) কথা

গ) নির্দেশনা    ঘ) কাগজ

সঠিক উত্তর : গ

১০। কি-বোর্ড সাধারণত কোন ভাষায় হয়?

ক) বাংলা    খ) ইংরেজি

গ) আরবি    ঘ) গাণিতিক

সঠিক উত্তর : খ

১১। কম্পিউটারের জনপ্রিয় ইনপুট ডিভাইস কী?

ক) মাদারবোর্ড    খ) স্ক্যানার

গ) হুইল    ঘ) মাউস

সঠিক উত্তর : ঘ

১২। প্রোগ্রাম নির্বাচনের জন্য মাউসের কোন দিকের বাটনে ক্লিক করতে হয়?

ক) ডান দিকের

খ) বাম দিকের

গ) একটি স্ক্রল চক্রের

ঘ) ডান ও বাম দুই দিকে

সঠিক উত্তর : খ

১৩। কম্পিউটারের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ইনপুট ডিভাইস কোনটি?

ক) কি-বোর্ড    খ) স্ক্যানার

গ) ওএমআর    ঘ) ওসিআর

সঠিক উত্তর : ক

১৪। ল্যাপটপ কম্পিউটারে কী দিয়ে মাউসের কাজ করা যায়?

ক) কি-বোর্ড    খ) স্ক্যানার

গ) টাচপ্যাড    ঘ) বাটন

সঠিক উত্তর : গ

১৫। মাইক্রোফোন একটি–

ক) ইনপুট যন্ত্র

খ) আউটপুট যন্ত্র

গ) প্রসেসিং যন্ত্র

ঘ) ইনপুট-আউটপুট যন্ত্র

সঠিক উত্তর : ক