এসএসসি (SSC) রসায়ন ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গ. কার্যকারিতা

 

ঘ. রাসায়নিক দ্রব্য সংগ্রহ

 

সঠিক উত্তর : খ

 

রসায়ন অনুসন্ধানে ‘পরীক্ষণ’ কততম ধাপে?

 

ক. ১ম খ. ২য়

 

গ. ৩য় ঘ. ৪র্থ

 

সঠিক উত্তর : ঘ

 

রসায়ন অনুসন্ধান ও গবেষণা কাজের ১ম শর্ত কোনটি?

 

ক. পরিকল্পনা প্রণয়ন

 

খ. বিষয়বস্তু নির্ধারণ

 

গ. পূর্বে প্রকাশিত বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ

 

ঘ. ফলাফল সম্পর্কে আগাম ধারণা

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

কোন বিষয়টির জ্ঞান ছাড়া রসায়নে তত্ত্ব প্রদান করা অসম্ভব?

 

ক. গণিত

 

খ. পদার্থবিজ্ঞান

 

গ. কোয়ান্টাম ম্যাকানিক্স

 

ঘ. জীববিদ্যা

 

সঠিক উত্তর : ক

 

প্রাচীনকালে কোন আবিষ্কারটি মানব সভ্যতায় অগ্রগতিতে ভূমিকা রাখে?

 

ক. ব্রোঞ্জ খ. টিন

 

গ. সোনা ঘ. তামা

 

সঠিক উত্তর : ক

 

মিশরীয়রা স্বর্ণ আহরণ করে খ্রিষ্টপূর্ব কত বছর পূর্বে?

 

ক. ২৩০০ খ. ২৪০০

 

গ. ২৫০০ ঘ. ২৬০০

 

সঠিক উত্তর : ঘ

 

আম থেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কোনটি?

 

ক. সবুজ বর্ণ সূর্যের আলোয় হলুদ বর্ণে রূপান্তরিত হয়

 

খ. আমের অভ্যন্তরে শর্করার মাত্রা হ্রাস পায়

 

গ. জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হলুদ বর্ণবিশিষ্ট নতুন যৌগের সৃষ্টি হয়

 

ঘ. আমের অভ্যন্তরে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ইথাইন উৎপন্ন হয়

 

সঠিক উত্তর : গ

 

তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে কী বলা হয়?

 

ক. ট্রোফয়েল খ. ডাইফয়েল

 

গ. ট্রাইফয়েল ঘ. ট্রিফয়েল

 

সঠিক উত্তর : ঘ

 

আন্তর্জাতিক রশ্মি চিহ্ন ট্রিফয়েল সর্ব প্রথম কত সালে ব্যবহার করা হয়?

 

ক. ১৯৪৫ খ. ১৯৪৬

 

গ. ১৯৯২ ঘ. ১৯৯৮

 

সঠিক উত্তর : খ

 

ট্রিফয়েল চিহ্নিত রাসায়নিক পদার্থ মানবদেহে কোন রোগ সৃষ্টি করতে পারে?

 

ক. শ্বাসকষ্ট খ. তন্ত্রের প্রদাহ

 

গ. ক্যান্সার ঘ. যক্ষ্মা

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

লোহায় মরিচা ধরা মূলত কী?

 

ক. একধরনের মিশ্রণ

 

খ. ভৌত পরিবর্তন

 

গ. রাসায়নিক পরিবর্তন

 

ঘ. বাহ্যিক পরিবর্তন

 

সঠিক উত্তর : গ

 

কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

 

ক. সেলুলোজ খ. স্টার্চ

 

গ. হাইড্রোকার্বন ঘ. হাইড্রোজেন

 

সঠিক উত্তর : ক

 

প্রাকৃতিক গ্যাস প্রধানত কী?

 

ক. ইথেন খ. মিথেন

 

গ. ইথিন ঘ. ইথাইন

 

সঠিক উত্তর : খ

 

কোনটি মানুষকে বিকলাঙ্গ করতে পারে?

 

ক. লেড খ. মার্কারি

 

গ. ইউরেনিয়াম ঘ. বেনজিন

 

সঠিক উত্তর : গ

 

ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি?

 

ক. ক্লোরিন খ. নাইট্রোজেন

 

গ. প্রেট্রোলিয়াম ঘ. আয়োডিন

 

সঠিক উত্তর : ক

 

নিম্নের কোন প্রক্রিয়ার মাধ্যমে আমের বর্ণ হলুদে রূপান্তরিত হয়?

 

ক. রাসায়নিক প্রক্রিয়া

 

খ. জৈবিক প্রক্রিয়া

 

গ. জীব রাসায়নিক প্রক্রিয়া

 

ঘ. প্রাকৃতিক প্রক্রিয়া

 

সঠিক উত্তর : গ

 

আল-কেমি—

 

i. মিশরীয় শিল্পকলা

 

ii. প্রাচীন ও মধ্যযুগীয় রসায়নচর্চা

 

iii. আল–কিমিয়া থেকে উদ্ভূত

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

কাঠ পোড়ালে যে পদার্থগুলো তৈরি হয়–

 

i. কার্বন ডাই অক্সাইড

 

ii. জলীয়বাষ্প

 

iii. মিথেন

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii ও iii

 

গ. i ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

পুরাতন লোহার ওপর লালচে বাদামি বর্ণের আবরণ হলো—

 

i. মরিচা

 

ii. কার্বন

 

iii. পানিযুক্ত ফেরিক অক্সাইড

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়?

 

ক. কার্বন ডাই–অক্সাইড, পানি ও শক্তি

 

খ. সালফার ডাই–অক্সাইড ও পানি

 

গ. পানি ও শক্তি

 

ঘ. পানি, তাপ ও শক্তি

 

সঠিক উত্তর : ক

 

জৈব যৌগ ও বস্তুর সমন্বয়ে গঠিত—

 

i. খাবার ও সার

 

ii. শার্ট ও প্যান্ট

 

iii. যৌগ রাসায়নিক ক্রিয়ায় সৃষ্ট

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি?

 

ক. চর্বি খ. সেলুলোজ

 

গ. প্রোটিন ঘ. শ্বেতসার

 

সঠিক উত্তর : গ

 

মোমে কার্বনের সঙ্গে কোন মৌলটি থাকে?

 

ক) অক্সিজেন খ) হাইড্রোজেন

 

গ) নাইট্রোজেন ঘ) সালফার

 

সঠিক উত্তর : খ

 

সালোকসংশ্লেষণ মূলত কী ধরনের বিক্রিয়া?

 

ক) রাসায়নিক খ) জৈবিক

 

গ) কৃত্রিম ঘ) অজৈব রাসায়নিক

 

সঠিক উত্তর : ক

 

খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

 

ক) প্রিজারভেটিভস খ) কীটনাশক

 

গ) ওষুধ ঘ) সার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওজোনস্তর ক্ষয়কারী গ্যাসসমূহ চিহ্নিতকরণ কোন বিজ্ঞানের কাজ?

ক. পদার্থবিজ্ঞান  খ. রসায়নবিজ্ঞান

গ. জীববিজ্ঞান    ঘ. পরিবেশবিজ্ঞান

সঠিক উত্তর : খ

শিল্পকারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কোনটি?

ক. প্লাস্টিক    খ. অক্সিজেন

গ. মরিচা    ঘ. আকরিক

সঠিক উত্তর : ক

কোয়ান্টাম মেকানিকসের সাহায্যে কোনটি করা যায়?

ক. অণুর গঠন বিশ্লেষণ

খ. পরমাণুর গঠন ব্যাখ্যা

গ. পরমাণুর ধর্ম অধ্যয়ন

ঘ. ইলেকট্রনের ধর্ম ব্যাখ্যা

সঠিক উত্তর : খ

কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয় কী উদ্দেশ্যে?

ক. জমির উর্বরতা বৃদ্ধির জন্য

খ. ফসলের পুষ্টির জন্য

গ. পোকামাড়কে শস্যহানি করা থেকে প্রতিরোধ করার জন্য

ঘ. আগাছা নির্মূলের জন্যে

সঠিক উত্তর : গ

কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনীয় সামগ্রীর ক্ষুদ্রাংশসমূহ—

i. তামা দিয়ে তৈরি

ii. বিভিন্ন রাসায়নিক বস্তুর সমন্বয়ে তৈরি

iii. পদার্থের রাসায়নিক ধর্মের সমন্বয় ঘটিয়ে প্রস্তুত করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

উদ্দীপকের ধাতুটির ক্ষেত্রে বলা যায়—

i. বর্তমান ধারায় ব্যবহৃত হলে এটি একসময় ফুরিয়ে যাবে

ii. যন্ত্রাংশ নষ্ট হয়ে দিনে দিনে বাড়তে থাকবে

iii.  আমাদের পরিবেশ ক্রমাগত নষ্ট হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়?

ক. জুস খ. মাংস

গ. মাছ ঘ. ফলমূল

সঠিক উত্তর : ক

কোনটি অজৈব যৌগ?

ক. শ্বেতসার খ. আমিষ

গ. চর্বি ঘ. নাইট্রিক অ্যাসিড

সঠিক উত্তর : ঘ