১. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কিসের প্রতি ইঙ্গিত রয়েছে?
ক. পাশের দেশের সঙ্গে সুসম্পর্ক
খ. স্বাধীনতা অর্জন
গ. মানুষের সঙ্গে সুসম্পর্ক
ঘ. মানুষের সঙ্গে একতা
সঠিক উত্তর : খ
২. কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে
সঠিক উত্তর : গ
৩. স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম মনসুর আলী
সঠিক উত্তর : ক
৪. কাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়?
ক. সর্বস্তরের বাঙালি
খ. ইপিআর বাহিনী
গ. নৌবাহিনী
ঘ. গেরিলা বাহিনী
সঠিক উত্তর : ক
৫. মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কখন?
ক. দেশ বিভাগের মধ্য দিয়ে
খ. স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে
গ. জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে
ঘ. নতুন মানচিত্রের মাধ্যমে
সঠিক উত্তর : খ
৬. মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
ক. দেশ শাসন
খ. স্বাধীনতার ঘোষণা
গ. মুক্তিযুদ্ধ পরিচালনা
ঘ. নতুন দেশ গঠন
সঠিক উত্তর : গ
৭. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কয়টি ব্রিগেড ফোর্স গঠন করে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
সঠিক উত্তর : ক
৮. দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয় কোথায়?
ক. ব্যাংককে খ. লন্ডনে
গ. স্পেনে ঘ. প্যারিসে
সঠিক উত্তর : খ
৯. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল পুনরায় কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
ক. ৪টি খ. ৫ টি
গ. ৮টি ঘ. ১১টি
সঠিক উত্তর : ঘ
১০. শিল্পী জর্জ হ্যারিসন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. লন্ডনে খ. রোম
গ. লিসবনে ঘ. সিডনি
সঠিক উত্তর : ক
১১. শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন?
ক. ২ মার্চ খ. ৩ মার্চ
গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ
সঠিক উত্তর : ক
১২. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সালের কত মার্চ?
ক. ৬ মার্চ খ. ৭ মার্চ
গ. ১১ মার্চ ঘ. ২৬ মার্চ
সঠিক উত্তর : খ
১৩. মুক্তিযুদ্ধের একপর্যায়ে মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?
ক. আমলাদের খ. শ্রমিকদের
গ. ছাত্রছাত্রীদের ঘ. পেশাজীবীদের
সঠিক উত্তর : গ
১৪. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কী তুলে ধরা হয়?
ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস
খ. পাকিস্তানের শোষণের ইতিহাস
গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য
ঘ. স্বাধীনতাযুদ্ধের অন্তরায়সমূহ
সঠিক উত্তর : খ
১৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?
ক. ১৭ মার্চ ১৯৭১
খ. ২১ মার্চ ১৯৭১
গ. ২৫ এপ্রিল ১৯৭১
ঘ. ২৬ মার্চ ১৯৭১
সঠিক উত্তর : ঘ
১৬. কালুরঘাট কোন জেলায় অবস্থিত?
ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ
গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী
সঠিক উত্তর : গ
১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন কেন করেছিল?
ক. মানুষের সমর্থন আদায়ের জন্য
খ. বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায়ের জন্য
গ. নির্বাচনের জন্য
ঘ. পূর্ব পাকিস্তানে শোষণ-নির্যাতন বন্ধের জন্য
সঠিক উত্তর : খ
১৮. কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. মিত্রবাহিনীর
গ. মুজিবনগর সরকারের
ঘ. সেক্টর কমান্ডারদের
সঠিক উত্তর : গ
১৯. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনার সংখ্যা কত ছিল?
ক. ৯২ হাজার খ. ৯৩ হাজার
গ. ৯৪ হাজার ঘ. ৯৭ হাজার
সঠিক উত্তর : খ
২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?
ক. আরব দেশ খ. সমাজতান্ত্রিক
গ. পুঁজিবাদী ঘ. উন্নয়নশীল দেশ
সঠিক উত্তর : খ
২১. কোন দলটি ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?
ক. আওয়ামী মুসলিম লীগ
খ. মুসলিম লীগ
গ. আওয়ামী লীগ
ঘ. কৃষক শ্রমিক পার্টি
সঠিক উত্তর : গ
২২. মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের কত তারিখ?
ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল
গ. ৪ অক্টোবর ঘ. ১২ নভেম্বর
সঠিক উত্তর : ক
২৩. বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?
ক. ১৯৭৪ খ. ১৯৭৫
গ. ১৯৭৬ ঘ. ১৯৭৭
সঠিক উত্তর : খ
২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখে?
ক. ৭ মার্চ খ. ১৬ মার্চ
গ. ১৭ মার্চ ঘ. ২৭ মার্চ
সঠিক উত্তর : ক
২৫. ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?
ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ
গ. ২৬ মার্চ ঘ. ২৭ মার্চ
সঠিক উত্তর : খ
২৬. পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?
ক. অপারেশন রিবেল হান্ট
খ. অপারেশন জ্যাকপট
গ. অপারেশন সার্চলাইট
ঘ. অপারেশন ফ্রিডম
সঠিক উত্তর : গ
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় ছিল?
ক. আরবি খ. বাংলা
গ. উর্দু ঘ. ইংরেজি
সঠিক উত্তর : ঘ
২৮. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
ক. ১৭ এপ্রিল খ. ২০ এপ্রিল
গ. ২৫ এপ্রিল ঘ. ১৫ আগস্ট
সঠিক উত্তর : ক
২৯. ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর
গ. ১৪ জানুয়ারি ঘ. ২৪ আগস্ট
সঠিক উত্তর : ক
৩০. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে?
ক. ১০ এপ্রিল খ. ১১ এপ্রিল
গ. ১৭ এপ্রিল ঘ. ১০ জুন
সঠিক উত্তর : গ
৩১. মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কয়টি মন্ত্রণালয় ছিল?
ক. ৪টি খ. ৬টি
গ. ১০টি ঘ. ১২টি
সঠিক উত্তর : ঘ
৩২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
ক. এ এইচ এম কামারুজ্জামান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. খন্দকার মোশতাক আহমদ
ঘ. এম মনসুর আলী
সঠিক উত্তর : ঘ
৩৩. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. কর্নেল এম এ জি ওসমানী
গ. কর্নেল (অব.) আবদুর রব
ঘ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
সঠিক উত্তর : খ
৩৪. ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় কত সালে?
ক. ১৯৪৮ খ. ১৯৪৯
গ. ১৯৫২ ঘ. ১৯৬৬
সঠিক উত্তর : ক
৩৫. আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় কত সালে?
ক. ১৯৪৭ খ. ১৯৪৯
গ. ১৯৫২ ঘ. ১৯৬৯
সঠিক উত্তর : খ
৩৬. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৭ মার্চ ১৯৭২
খ. ৭ মার্চ ১৯৭৩
গ. ২৫ এপ্রিল ১৯৭৩
ঘ. ২৬ মার্চ ১৯৭৪
সঠিক উত্তর : খ
৩৭. ‘চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।’— বঙ্গবন্ধু এ উক্তি কখন করেন?
ক. ৭ মার্চের ভাষণের সময়
খ. ২৬ মার্চের প্রথম প্রহরে
গ. বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণার সময়
ঘ. ১৯৭০-এর নির্বাচনী প্রচারণার সময়
সঠিক উত্তর : খ
৩৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. এম মনসুর আলী
ঘ. খন্দকার মোশতাক আহমদ
সঠিক উত্তর : খ
৩৯. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ খ. ১৯৭৪
গ. ১৯৭৫ ঘ. ১৯৯০
সঠিক উত্তর : খ
৪০. অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
ক. দেশ পরিচালনা করা
খ. পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করা
গ. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা
ঘ. প্রশাসনিক কাজ পরিচালনা করা
সঠিক উত্তর : গ