অনুসর্গ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

 

 

 

 

 

 

 

 

 

 

১। অনুসর্গকে কী বলা হয়?

ক) উপসর্গ  খ) সমাস

গ) কর্মপ্রবচনীয়  ঘ) বিভক্তি

সঠিক উত্তর : গ

২। অনুসর্গ কোথায় বসে?

ক) শব্দের পরে    খ) শব্দের আগে

গ) বাক্যের শেষে    ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর : ক

৩। অনুসর্গ কীসের মতো কাজ করে?

ক) সন্ধির মতো

খ) বিভক্তির মতো

গ) কারকের মতো

ঘ) সমাসের মতো

সঠিক উত্তর : খ

৪। শব্দের সাথে অনুসর্গের সম্পর্ক কী?

ক) শব্দের সাথে মিশে না

খ) শব্দের সাথে জমাট বাঁধে

গ) শব্দের সাথে মিশে যায়

ঘ) কোনোটিই নয়

সঠিক উত্তর : খ

৫। অনুসর্গের কাজ কী?

ক) বাক্য গঠন

খ) পদ গঠন

গ) সন্ধি স্থাপন

ঘ) অর্থ প্রকাশে সহায়তা

সঠিক উত্তর : ঘ

৬। ‘তিল হতে তৈল হয়।’— এ বাক্যে অনুসর্গ কোনটি?

ক) তিল    খ) তৈল

গ) হতে    ঘ) হয়

সঠিক উত্তর : গ