১। এককোষী জীবের কোষ বিভাজন প্রক্রিয়া কোনটি?
√ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) দ্বিবিভাজন
২। কোষ বিভাজন কয় প্রকার?
ক) ২ প্রকার √খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৩। মাইটোসিস বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
ক) মেটাফেজ খ) অ্যানাফেজ
√গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ
৪। মাইটোসিস কোষ বিভাজনে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
√ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
৫। ব্যাকটেরিয়ায় কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
√ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিভাজন
৬। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়?
ক) ২টি খ) ৩টি √গ) ৪টি ঘ) ৫টি
৭। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু কার সঙ্গে যুক্ত হয়?
ক) ক্রোমাটিড √খ) সেন্ট্রোমিয়ার
গ) ক্রোমোজোম ঘ) ডিএনএ
৮। কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন?
√ক) অ্যামাইটোসিস খ) মাইটোসিস
গ) মিয়োসিস ঘ) সবগুলো
৯। কোথায় অ্যামাইটোসিস হয় না?
ক) ইস্ট খ) ছত্রাক গ) অ্যামিবা √ঘ) ভাইরাস
১০। কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
ক) মাইটোসিস খ) অ্যামাইটোসিস
গ) সাইটোকাইনেসিস √ঘ) ক্যারিওকাইনেসিস
১১। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হয় কোন জীবে?
ক) ভাইরাস খ) প্রাণীর দেহকোষ
√গ) ইস্ট ঘ) জনন মাতৃকোষ
১২। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়?
ক) প্রোফেজ খ) অ্যানাফেজ
√গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ
১৩। কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
ক) প্রোফেজ খ) মেটাফেজ
√গ) প্রো-মেটাফেজ ঘ) টেলোফেজ
১৪। ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো ও মোটা দেখায় কোন দশাতে?
ক) টেলোফেজ খ) অ্যানাফেজ
গ) প্রো-মেটাফেজ √ঘ) মেটাফেজ
১৫। কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে সেন্ট্রোমিয়ার দিয়ে আটকে থাকে?
√ক) মেটাফেজ খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ ঘ) টেলোফেজ
১৬। কোন ধাপে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়?
ক) মেটাফেজ √খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ ঘ) টেলোফেজ
১৭। কোন ধাপে অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?
ক) মেটাফেজ খ) অ্যানাফেজ
গ) প্রোফেজ √ঘ) টেলোফেজ
১৮। ক্যারিওকাইনেসিস শুরুর আগে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজকে কী বলে?
ক) প্রোফেজ √খ) ইন্টারফেজ
গ) প্রো-মেটাফেজ ঘ) মেটাফেজ
১৯। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়?
√ক) প্রোফেজ খ) অ্যানাফেজ
গ) মেটাফেজ ঘ) টেলোফেজ
২০। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুনঃআবির্ভাব ঘটে?
ক) প্রোমেটাফেজ খ) অ্যানাফেজ
গ) মেটাফেজ √ঘ) টেলোফেজ
২১। কার অংশ মিলিত হয়ে কোষ পেট তৈরি করে?
ক) ক্লোরোপ্লাস্ট খ) মাইটোকন্ড্রিয়া
গ) গলগিবডি √ঘ) এন্ডোপ্লাজমিক জালিকা
২২। মানবদেহে মাইটোসিসে উৎপন্ন প্রতিটি অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা-
ক) ৪৮ √খ) ৪৬
গ) ৪৪ ঘ) ২৩
২৩। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমাটিডগুলো বিচ্ছিন্ন হয়?
ক) প্রোফেজ √খ) অ্যানাফেজ
গ) প্রোমেটাফেজ ঘ) অ্যানাফেজ
২৪। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
√ক) জিন খ) ক্রোমোজোম
গ) নিউক্লিয়াস ঘ) সেক্স ক্রোমোজোম
২৫। প্রাণিকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে?
√ক) ফারোয়িং
খ) কোষপ্রাচীর গঠন করে
গ) প্রত্যক্ষ বিভাজন প্রক্রিয়ায়
ঘ) স্পিন্ডল তন্তুর মাধ্যমে