কন্ডুইট ওয়্যারিং (Conduit wiring) কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

যে ওয়্যারিং কন্ডুইট-এর ভিতর দিয়ে টানা হয় তাকে কন্ডুইট ওয়্যারিং (Conduit wiring) বলে। সমস্ত মাঝারি ভোল্টেজ (400/440) ইন্সটলেশনে, সর্বসাধারণের জমায়েত স্থান (যেমন: সিনেমা হল, অডিটোরিয়াম), মিল, ওয়ার্কশপ প্রভৃতি স্থানে কন্ডুইট ওয়্যারিং করা বাধ্যতামূলক। এছাড়া স্যাঁতস্যাঁতে জায়গা, কামারশালা, কোল্ডস্টোরেজ- যেখানে আগুন লাগার সম্ভাবনা সেখানে কন্ডুইট ওয়্যারিং করা