এসএসসি (SSC) জীববিজ্ঞান চতুর্দশ অধ্যায় প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জীবপ্রযুক্তি কি?

উত্তরঃ জীবের যেকোন কোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে যে বিশেষ প্রযুক্তিতে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন জীব তৈরি করা হয় তাই জীবপ্রযুক্তি।

GMO কী?

উত্তরঃ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণিতে ও প্রাণি থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হয়েছে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন এসব জীবকে বলা হয় GMO।

ট্রান্সলেশন কাকে বলে?

উত্তরঃ DNA থেকে প্রাপ্ত সংকেত অনুসরণ করে mRNA দ্বারা পলিপেপটাইড চেইন তথা আমিষ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। এ প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে থাকে এবং প্রক্রিয়াটি ঘটার প্রধান অঙ্গাণু হলো রাইবোজোম। mRNA তে বিদ্যমান জেনেটিক কোডের ওপর নির্ভর করে সুনির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডসমূহ সংযোজিত হয়ে প্রোটিন অণুর সংশ্লেষণ ঘটে।

জিনোম সিকোয়েন্সিং এর সুবিধা লিখ।

উত্তরঃ জিনোম সিকোয়েন্সিং এর সুবিধা হলোঃ

১) রোগ নির্ণয়কারী কিট তেরি করা সম্ভব রোগ সৃষ্টিকারী জীবাণুর সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং করে।

২) প্রতিষেধক ড্রাগ ও ভ্যাকসিন তৈরি সম্ভব।

৩) জীবাণুর উৎস সম্পর্কে তথ্য জানা সম্ভব।

৪) জিনোম স্টাডি করে ব্যক্তির সুনির্দিষ্ট ঔষধ দেওয়া সম্ভব।

৫) জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে কোন ব্যক্তির কোন সময় কোন ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে তা সহজেই ধারণা করা সম্ভব।