ইউরোপ (Europe) মহাদেশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইউরোপ মহাদেশের আয়তন কত?

উত্তর : ১,০১,৮০,০০০ বর্গ কিলোমিটার।

ইউরোপের সর্বোচ্চ পর্বতের নাম কি?

উত্তর : আল্পস।

দক্ষিণ-পূর্ব ইউরোপের পর্বতটির নাম কি?

উত্তর : অ্যাপেনাইন।

মাউন্ট ব্ল্যাঙ্কের উচ্চতা কত?

উত্তর : ৪,৮০৭ মিটার।

কোন দ্রাঘিমা রেখা ইউরোপের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে?

উত্তর : ২০° পূর্ব।

কোন অক্ষরেখা ইউরোপের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে?

উত্তর : ৫৫° উত্তর।

নোভায়া জেমলিয়া কোন জলবায়ুর অন্তর্গত?

উত্তর : নাতিশীতোষ্ণ।

কোন দেশ স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের অন্তর্গত?

উত্তর : সুইডেন।

কোন দেশ আইবেরিয়া উপদ্বীপের অন্তর্গত?

উত্তর : জার্মানি।

‘বাকু’ কোন দেশের রাজধানী?

উত্তর : আজারবাইজান।

ব্যাভেরিয়া মালভূমি কোন দেশে অবস্থিত?

উত্তর : স্পেন।

ইউরোপকে কয়টি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় এবং কী কী?

উত্তর : ইউরোপকে প্রধানত চারটি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। যেমনঃ-

১. উত্তর-পশ্চিম ইউরোপের পার্বত্য মালভূমি।

২. মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।

৩. মধ্য ও পশ্চিম ইউরোপের মালভূমি এবং

৪. দক্ষিণ ইউরোপের পার্বত্য ভূমি।

ইউরোপকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় এবং কী কী?

উত্তর : ইউরোপকে ৪ টি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়। যথা–

১. তুন্দ্রা জলবায়ু অঞ্চল,

২. উত্তর-পশ্চিম ইউরোপের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল,

৩. পূর্ব ইউরোপের মহাদেশীয় জলবায়ু অঞ্চল এবং

৪. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল