এসএসসি (SSC) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. একুশ শতকের সম্পদ কী?

 

ক. কৃষি খ. অর্থ

 

গ. জ্ঞান ঘ. শিল্প-বাণিজ্য

 

সঠিক উত্তর : গ

 

২. পৃথিবীর সম্পদ কোনটি?

 

ক. রোবট খ. জ্ঞান

 

গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ

 

সঠিক উত্তর : গ

 

৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে—

 

i. জ্ঞান সৃষ্টি করতে

 

ii. জ্ঞান ধারণ করতে

 

iii. জ্ঞান ব্যবহার করতে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?

 

ক. Internet খ. E-mail

 

গ. Internationalization ঘ. Facebook

 

সঠিক উত্তর : গ

 

৫. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী?

 

ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

 

খ. ইন্টারনেট

 

গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি

 

ঘ. গ্লোবাল ভিলেজ

 

সঠিক উত্তর : ক

 

৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল—

 

i. Green House Effect

 

ii. Globalization

 

iii. Internationalization

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

 

হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।

 

৭. হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

 

ক. জ্ঞান

 

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

 

গ. অর্থ

 

ঘ. সৃজনশীলতা

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

খ. অ্যাডা লাভলেস

 

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

 

ঘ. জগদীশচন্দ্র বসু

 

সঠিক উত্তর : গ

 

১৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—

 

i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে

 

ii. সরকারি সেবার মান উন্নত হবে

 

iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

১৫. শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?

 

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

 

খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

 

গ. ঊনবিংশের শেষে

 

ঘ. বিংশ শতাব্দীতে

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

১৬. ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?

 

ক. যারা ঘরে বসে থাকবে

 

খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

 

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

 

ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

 

সঠিক উত্তর : খ

 

১৭. মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?

 

ক. যন্ত্র খ. ইচ্ছা

 

গ. জ্ঞান ঘ. তথ্য

 

সঠিক উত্তর : ক

 

১৮. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?

 

ক. সৃজনশীলতা

 

খ. বিপ্লব করার ক্ষমতা

 

গ. চিন্তাভাবনা

 

ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

 

সঠিক উত্তর : ঘ

 

১৯. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

 

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার

 

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

 

গ. বিশ্বগ্রাম

 

ঘ. বিশ্বায়ন

 

সঠিক উত্তর : খ

 

২০. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—

 

i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে

 

ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে

 

iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

২১. বর্তমান যুগে টিকে থাকতে যেসব দক্ষতা আয়ত্ত করা প্রয়োজন—

 

i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

 

ii. যোগাযোগের দক্ষতা

 

iii. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

২২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটির প্রয়োজন?

 

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ

 

খ. জ্ঞান আহরণ

 

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ

 

ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

 

সঠিক উত্তর : ক

 

২৩. ফেসবুকের নির্মাতা কে?

 

ক. স্টিভ জবস খ. বিল গেটস

 

গ. মার্ক জাকারবার্গ ঘ. টিম বার্নার্স লি

 

সঠিক উত্তর : গ

 

২৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—

 

i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা সম্ভব হবে

 

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

 

iii. তথ্য সংগ্রহ করতে পারবে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

২৫. আধুনিক কম্পিউটারের জনক কে?

 

ক. চার্লস ব্যাবেজ

 

খ. অ্যাডা লাভলেস

 

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

 

ঘ. স্টিভ জবস

 

সঠিক উত্তর : ক

 

২৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

 

ক. প্রকৌশলী ও গণিতবিদ

 

খ. চিত্রকর

 

গ. গবেষক

 

ঘ. শিক্ষক

 

সঠিক উত্তর : ক

 

২৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?

 

ক. ১৭৯১ খ. ১৭৯২

 

গ. ১৭৯৩ ঘ. ১৮৫২

 

সঠিক উত্তর : ক

 

২৮. চার্লস ব্যাবেজের মৃত্যু হয় কত সালে?

 

ক. ১৮১৫ খ. ১৮৪২

 

গ. ১৮৫২ ঘ. ১৮৭১

 

সঠিক উত্তর : ঘ

 

২৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

 

ক. চার্লস ব্যাবেজ

 

খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

 

গ. মার্ক জাকারবার্গ

 

ঘ. অ্যাডা লাভলেস

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

৩০. Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন

 

ক. স্টিভ জজনিয়াক

 

খ. চার্লস ব্যাবেজ

 

গ. বিল গেটস

 

ঘ. মার্ক জাকারবার্গ

 

সঠিক উত্তর : খ

 

৩১. চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কী?

 

ক. Difference Engine and Analytical Engine

 

খ. Calculator and Calculation

 

গ. Radio

 

ঘ. Micro-electronics

 

সঠিক উত্তর : ক

 

৩২. ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন—এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?

 

ক. চৌম্বকীয় বলের মতো

 

খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

 

গ. কম্পিউটারের মতো কাজ করে

 

ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে

 

সঠিক উত্তর : খ

 

৩৩. চার্লস ব্যাবেজের তৈরি করা প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

 

ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে

 

খ. ইতালিতে

 

গ. জার্মানিতে

 

ঘ. রাশিয়াতে

 

সঠিক উত্তর : ক

 

৩৪. কত সালে Difference ইঞ্জিন এবং Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

 

ক. ১৭৯১ খ. ১৮১৫

 

গ. ১৮৭১ ঘ. ১৯৯১

 

সঠিক উত্তর : ঘ

 

৩৫. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

 

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন

 

খ. সুবিচার নিশ্চিত করা

 

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা

 

ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা

 

সঠিক উত্তর : ক

 

৩৬. কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?

 

ক. ১৮১৫ খ. ১৮৩৩

 

গ. ১৮৪২ ঘ. ১৮৫২

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩৭. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?

 

ক. স্টিভ জবস খ. চার্লস ব্যাবেজ

 

গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন

 

সঠিক উত্তর : গ

 

৩৮. কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তাঁর ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

 

ক. ১৭৯১ খ. ১৮১৫

 

গ. ১৮৪২ ঘ. ১৮৭১

 

সঠিক উত্তর : গ

 

৩৯. ১৮৪২ সালে চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

 

ক. এমআইটিএস

 

খ. তুরিন বিশ্ববিদ্যালয়

 

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

 

ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

 

সঠিক উত্তর : খ

 

৪০. অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?

 

ক. কম্পিউটার খ. ইংরেজি

 

গ. বিজ্ঞান ও গণিত ঘ. সাহিত্য

 

সঠিক উত্তর : গ

 

৪১. অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

 

ক. ৫০ খ. ৬০

 

গ. ১০০ ঘ. ১১০

 

সঠিক উত্তর : গ

 

৪২. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

 

ক. চার্লস ব্যাবেজ

 

খ. বিল গেটস

 

গ. অ্যাডা লাভলেস

 

ঘ. লর্ড বায়রন

 

সঠিক উত্তর : গ

 

৪৩. কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

 

ক. অ্যাডা লাভলেস

 

খ. লর্ড বায়রন

 

গ. স্টিভ জবস

 

ঘ. চার্লস ব্যাবেজ

 

সঠিক উত্তর : ক

 

৪৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

 

ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

 

খ. স্টিভ জবস

 

গ. গুগলিয়েলমো মার্কনি

 

ঘ. জগদীশচন্দ্র বসু

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

৪৫. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি?

ক. তড়িৎ চৌম্বকীয় বল

খ. তড়িৎশক্তি

গ. চৌম্বক শক্তি

ঘ. চৌম্বকীয় বল

সঠিক উত্তর : ক

৪৬. বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী?

ক. লর্ড বায়রন    খ. ম্যাক্সওয়েল

গ. মার্কনি    ঘ. জগদীশচন্দ্র বসু

সঠিক উত্তর : ঘ

৪৭. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?

ক. অতিদীর্ঘ তরঙ্গ

খ. অতিক্ষুদ্র তরঙ্গ

গ. ওয়াই-ফাই

ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : খ

৪৮. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৮৫২ খ. ১৮৫৩

গ. ১৮৭১    ঘ. ১৮৯৫

সঠিক উত্তর : ঘ

৪৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড  খ. মেক্সিকো

গ. ইতালি ঘ. জার্মানি

সঠিক উত্তর : গ

৫০. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ

খ. অতিদীর্ঘ তরঙ্গ

গ. আণবিক শক্তি

ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর : ক