এইচএসসি (HSC) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

১. ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রধান লক্ষ্য কোনটি?

 

ক. মুনাফা সর্বাধিকরণ

 

খ. সম্পদ সর্বাধিকরণ

 

গ. মূলধন গঠন

 

ঘ. সম্পদের ব্যবহার

 

সঠিক উত্তর : ক

 

২. ব্যবসায়ের বাহ্যিক উপাদান কোনটি?

 

ক. কর নীতি

 

খ. ব্যবসায়ের প্রকার

 

গ. ব্যবসায়ের আকার

 

ঘ. মূলধন ব্যবহার

 

সঠিক উত্তর : ক

 

৩. অ-ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?

 

ক. মুনাফা সর্বাধিকরণ

 

খ. সম্পদ সর্বাধিকরণ

 

গ. ব্যয় নিয়ন্ত্রণ

 

ঘ. সামাজিক কল্যাণ

 

সঠিক উত্তর : ঘ

 

৪. মার্কোইজ-এর ‘পোর্টফোলিও’ তত্ত্ব কবে প্রণীত হয়েছিল?

 

ক. ১৯৫২ সালে খ. ১৯৭০ সালে

 

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৯১ সালে

 

সঠিক উত্তর : ক

 

৫. মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন করা হয় না, তাকে কী বলে?

 

ক. সংরক্ষিত মুনাফা

 

খ. মোট মুনাফা

 

গ. লভ্যাংশ

 

ঘ. নিট মুনাফা

 

সঠিক উত্তর : ক

 

৬. বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাকে কী বলে?

 

ক. তারল্য ও মুনাফার নীতি

 

খ. বৈচিত্র্যায়ণের নীতি

 

গ. লভ্যাংশের নীতি

 

ঘ. ঝুঁকি ও মুনাফার নীতি

 

সঠিক উত্তর : খ

 

৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগকে কী বলে?

 

ক. মূলধন ব্যয়

 

খ. মূলধন গঠন

 

গ. পরিচালন বাজেটিং

 

ঘ. মূলধন বাজেটিং

 

সঠিক উত্তর : ঘ

 

৮. মোট চাহিদা কোনটির বিষয়বস্তু?

 

ক. ব্যষ্টিক অর্থনীতি

 

খ. সামষ্টিক অর্থনীতি

 

গ. চাহিদা

 

ঘ. জোগান

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

৯. দাম স্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধিকে কী বলে?

 

ক. আয় খ. মুদ্রা সংকোচন

 

গ. মুদ্রাস্ফীতি ঘ. ব্যয়

 

সঠিক উত্তর : গ

 

১০. তারল্য ও মুনাফার সম্পর্ক কেমন?

 

ক. ঊর্ধ্বমুখী

 

খ. নিম্নমুখী

 

গ. সমানুপাতিক

 

ঘ. কোনো সম্পর্ক নেই

 

সঠিক উত্তর : ক

 

১১. ‘Finance’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

 

ক. লাতিন শব্দ ‘Finis’

 

খ. লাতিন শব্দ ‘Financial’

 

গ. গ্রিক শব্দ ‘Fintos’

 

ঘ. ইংরেজি শব্দ ‘Fiction’

 

সঠিক উত্তর : ক

 

১২. ‘অর্থ ব্যবস্থাপনাসংক্রান্ত কলা ও বিজ্ঞান হলো অর্থায়ন’ — কে বলেছেন?

 

ক. জর্জ আর টেরি

 

খ. ভ্যান হর্ন

 

গ. এল জে গিটম্যান

 

ঘ. উইলিয়াম শার্প

 

সঠিক উত্তর : গ

 

১৩. অর্থায়নের পরিধি মূলত কয়টি দিকে বিস্তৃত?

 

ক. দুটি খ. তিনটি

 

গ. চারটি ঘ. পাঁচটি

 

সঠিক উত্তর : ক

 

১৪. চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করা হয়?

 

ক. আয়-ব্যয় খ. লাভ-ক্ষতি

 

গ. ঝুঁকি-আয় ঘ. ঝুঁকি-ক্ষতি

 

সঠিক উত্তর : গ

 

১৫. মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কী বলা হয়?

 

ক. মিশ্র সিদ্ধান্ত

 

খ. সমন্বিত সিদ্ধান্ত

 

গ. চলতি বাজেটিং সিদ্ধান্ত

 

ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত

 

সঠিক উত্তর : ঘ

 

১৬. চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কী?

 

ক. লভ্যাংশ প্রদান খ. তারল্য

 

গ. মুনাফা বৃদ্ধি ঘ. ঝুঁকি হ্রাস

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৭. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়?

 

ক. সিকিউরিটি ইস্যু

 

খ. প্রাতিষ্ঠানিক অর্থায়ন

 

গ. জামানতযুক্ত অর্থায়ন

 

ঘ. দীর্ঘমেয়াদি অর্থায়ন

 

সঠিক উত্তর : ক

 

১৮. প্রতিষ্ঠানের তারল্যের সঙ্গে নিচের কোনটির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে?

 

ক. স্থায়ী মূলধন

 

খ. বিজ্ঞাপন ব্যয়

 

গ. চলতি মূলধন

 

ঘ. প্রাতিষ্ঠানিক দক্ষতা

 

সঠিক উত্তর : গ

 

১৯. আমেরিকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন তথা মহামন্দা হয় কত সালে?

 

ক. ১৯১০ খ. ১৯৩০

 

গ. ১৯৩৮ ঘ. ১৯৪৪

 

সঠিক উত্তর : খ

 

২০. সমাজের কল্যাণে ব্যয়িত মুনাফার অংশকে কী বলা হয়?

 

ক. সামাজিক দায়বদ্ধতা

 

খ. দান

 

গ. মুনাফা

 

ঘ. উদ্বৃত্ত

 

সঠিক উত্তর : ক

 

২১. কোনটি ব্যবস্থাপকীয় কাজ?

 

ক. আর্থিক সিদ্ধান্ত

 

খ. মুনাফা বিতরণ

 

গ. তহবিল সংগ্রহকরণ

 

ঘ. মূলধন সুরক্ষা

 

সঠিক উত্তর : ক

 

২২. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?

 

ক. ১৯২০-১৯৩০

 

খ. ১৯৪০-১৯৫০

 

গ. ১৯৫০-১৯৬০

 

ঘ. ১৯৬০-১৯৭০

 

সঠিক উত্তর : গ

 

২৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়?

 

ক. আর্থিক সিদ্ধান্ত

 

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

 

গ. অনিশ্চয়তা

 

ঘ. মূলধন কাঠামো

 

সঠিক উত্তর : খ

 

২৪. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?

 

ক. মুনাফা ও তারল্য নীতি

 

খ. মুনাফা ও ঝুঁকি নীতি

 

গ. ঝুঁকি ও তারল্য নীতি

 

ঘ. পোর্টফোলিও নীতি

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

২৫. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. মূলধন কাঠামো

ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

সঠিক উত্তর : ঘ

২৬. সম্পদের সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?

ক. চলতি সম্পদ বৃদ্ধি

খ. নিট সম্পদ বৃদ্ধি

গ. স্থায়ী সম্পদ বৃদ্ধি

ঘ. মুনাফা বৃদ্ধি

সঠিক উত্তর : খ

২৭. অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?

ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়

খ. সুযোগ ব্যয় বৃদ্ধি পায়

গ.  মুনাফা বৃদ্ধি পায়

ঘ. উৎপাদন বিঘ্নিত হয়

সঠিক উত্তর : খ

২৮. একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী?

ক. শেয়ারপ্রতি আয়

খ. শেয়ারপ্রতি ব্যয়

গ. সংরক্ষিত  আয়

ঘ.  শেয়ারের বাজারমূল্য

সঠিক উত্তর : ক

২৯. সরকারি অর্থায়নে প্রথম কোনটি নির্ধারণ করা হয়?

ক. কর

খ. আমদানি শুল্ক

গ. অনুদান

ঘ. রাজস্ব ব্যয়

সঠিক উত্তর : ঘ

৩০. ‘Arbitrage  pricing theory’ উদ্ভাবন করেন কে?

ক. অ্যাডাম স্মিথ

খ. স্টিফেন স্মিথ

গ. স্টিফেন রস

ঘ. কার্ল মার্কস

সঠিক উত্তর : গ