সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে এমন এক রাষ্ট্রব্যবস্থাকে বোঝায়, যেখানে উৎপাদনের সকল উপাদান রাষ্ট্র কর্তৃক পরিচালিত হয়। ব্যক্তিগত সম্পত্তির পরিবর্তে এখানে রাষ্ট্রের সকল সম্পদ সমাজের নিয়ন্ত্রণে থাকে। সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিস্বাতন্ত্রকে স্বীকার করা হয় না। সমাজতন্ত্র গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি শাসনব্যবস্থা। চীন, কিউবা প্রভৃতি এ ধরনের সমাজতান্ত্রিক রাষ্ট্র।