রেল লাইনের ওপর দিয়ে যখন ট্রেন চলে, তখন ঘর্ষণের কারণে অল্প সময়ের মধ্যে প্রচুর তাপ উৎপন্ন হয়। এতে করে রেল লাইনের তাপমাত্রা অনেক বেড়ে যায়। ফলে রেল লাইনটি (ধাতব উপাদানে তৈরি হওয়ায়) খানিকটা প্রসারিত হয়। এই প্রসারণের কারণে লাইনটি যেন বেঁকে না যায়, এজন্য দুটি রেল লাইনের সংযোগ স্থলে কিছুটা ফাঁকা রাখা হয়