এসএসসি (SSC) ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি বলা হয় কোন দেশটিকে?

 

ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র

 

গ. জাপান ঘ. ভারত

 

সঠিক উত্তর : খ

 

২. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে কী বলে?

 

ক. কোম্পানি খ. অর্থায়ন

 

গ. প্রতিষ্ঠান ঘ. পিপিপি

 

সঠিক উত্তর : ক

 

৩. তহবিল সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়?

 

ক. অর্থায়ন খ. বিপণন

 

গ. ব্যাংকিং ঘ. ব্যবস্থাপনা

 

সঠিক উত্তর : ক

 

৪. মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত?

 

ক. পারিবারিক খ. সরকারি

 

গ. কারবারি ঘ. আন্তর্জাতিক

 

সঠিক উত্তর : গ

 

৫. নিচের কোনটি বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান বা কোম্পানি?

 

ক. দরজি দোকান

 

খ. মুদিদোকান

 

গ. কোহিনূর দোকান

 

ঘ. ফলের দোকান

 

সঠিক উত্তর : গ

 

৬. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়?

 

ক. দান করা হয়

 

খ. খরচ করা হয়

 

গ. ব্যয়ের পরিমাণ বাড়াতে হয়

 

ঘ. ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়

 

সঠিক উত্তর : ঘ

 

৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

 

ক. মুনাফা অর্জন

 

খ. শিল্প স্থাপন

 

গ. সমাজকল্যাণ

 

ঘ. অবকাঠামো উন্নয়ন

 

সঠিক উত্তর : গ

 

৮. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে, তাকে কী বলা হয়?

 

ক. পারিবারিক অর্থায়ন

 

খ. সরকারি অর্থায়ন

 

গ. আন্তর্জাতিক অর্থায়ন

 

ঘ. ব্যবসায় অর্থায়ন

 

সঠিক উত্তর : গ

 

৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী?

 

ক. বিনিয়োগ

 

খ. মুনাফা

 

গ. মুনাফা বণ্টন

 

ঘ. অর্থের উৎস চিহ্নিতকরণ

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?

 

ক. একমুখী খ. দ্বিমুখী

 

গ. বিপরীতমুখী ঘ. সমমুখী

 

সঠিক উত্তর : গ

 

১১. আর্থিক ব্যবস্থাপকেরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?

 

ক. দুই খ. তিন

 

গ. চার ঘ. পাঁচ

 

সঠিক উত্তর : ক

 

১২. অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?

 

ক. ১৯৫০ খ. ১৯৬০

 

গ. ১৯৭০ ঘ. ১৯৮০

 

সঠিক উত্তর : গ

 

১৩. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কোন দশকে?

 

ক. ১৯৬০ খ. ১৯৭০

 

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

 

সঠিক উত্তর : ক

 

১৪. যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কখন?

 

ক. ১৯৩০-এর দশকে

 

খ. ১৯৪০-এর দশকে

 

গ. ১৯৫০-এর দশকে

 

ঘ. ১৯৬০-এর দশকে

 

সঠিক উত্তর : ক

 

১৫. অর্থায়ন কোন দশকে আন্তর্জাতিকতা লাভ করে?

 

ক. ১৯৬০ খ. ১৯৭০

 

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

 

সঠিক উত্তর : ঘ

 

১৬. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত—

 

i. মেশিনপত্র ক্রয়

 

ii. কাঁচামাল ক্রয়

 

iii. শ্রমিকদের মজুরি প্রদান

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

১৭. অর্থায়ন বলতে বোঝায়—

 

i. তহবিল সংগ্রহ

 

ii. মুনাফা অর্জন

 

iii. তহবিল ব্যবহার

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৪. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি?

 

ক. পারিবারিক অর্থায়ন

 

খ. সরকারি অর্থায়ন

 

গ. ব্যবসায় অর্থায়ন

 

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

 

সঠিক উত্তর : গ

 

২৫. কোম্পানির মালিক কে?

 

ক. সরকার

 

খ. পাওনাদার

 

গ. শেয়ারহোল্ডার

 

ঘ. ডিবেঞ্চার হোল্ডার

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৬. বাণিজ্যিক ব্যাংক—

 

i. সোনালী ব্যাংক

 

i. বাংলাদেশ কৃষি ব্যাংক

 

iii. জনতা ব্যাংক

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

২৭. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?

 

ক. পারিবারিক খ. সামাজিক

 

গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক

 

সঠিক উত্তর : খ

 

২৮. কারবারে স্থায়ী মূলধন বিনিয়োগ করা হয়েছে নিচের কোনটিতে?

 

ক. পণ্য ক্রয় খ. মেশিন ক্রয়

 

গ. মজুরি প্রদান ঘ. কাঁচামাল ক্রয়

 

সঠিক উত্তর : খ

 

২৯. কারবারের ঝুঁকির কারণ হতে পারে—

 

i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি

 

ii. প্রাকৃতিক দুর্যোগ

 

iii. আকস্মিক দুর্ঘটনা

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৩০. ADB–এর পূর্ণনাম কী?

 

ক. Asian Development Bank

 

খ. Asian Develop Bank

 

গ. Asian Developing Bank

 

ঘ. Asian Developed Bank

 

সঠিক উত্তর : ক

 

৩১. কেন একটি ব্যবসাপ্রতিষ্ঠান পূর্বপরিকল্পনা করে থাকে?

 

ক. হিসাবরক্ষণ খ. অর্থায়ন

 

গ. ব্যাংক সুদ ঘ. পরিচালন দক্ষতা

 

সঠিক উত্তর : খ

 

৩২. বেশি লাভের আশায় বেশি বিনিয়োগ করলে কোনটি ঘটবে?

 

ক. ব্যাংক থেকে প্রাপ্য আয় বাড়বে

 

খ. নগদ অর্থের ঘাটতি হবে

 

গ. অধিক মুনাফা অর্জিত হবে

 

ঘ. মুনাফা হ্রাস পাবে

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩৩. কোন ব্যবসায়ে লোকসান হলে নিজস্ব তহবিল থেকে ক্ষতিপূরণ করতে হয়?

ক. একমালিকানা    খ. অংশীদারি

গ. কোম্পানি    ঘ. সমবায় ব্যবসায়

সঠিক উত্তর : ক

৩৪. ব্যবসায়ে তহবিল সংগ্রহের প্রয়োজন পড়ে—

i. কাঁচামাল কেনার জন্য

ii. মেশিনপত্র কেনার জন্য

iii. শ্রমিকদের মজুরি প্রদানের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৫. একটি পরিবারের আয় অনুসারে ব্যয় নির্ধারণ করাকে কী বলা হয়?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. ব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

সঠিক উত্তর : ক

৩৬. প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান মূলত কিসের সঙ্গে জড়িত?

ক. বিক্রয়    খ. অর্থায়ন প্রক্রিয়া

গ. ক্রয়    ঘ. উৎপাদন প্রক্রিয়া

সঠিক উত্তর : খ

৩৭. WTB–এর পূর্ণনাম কী?

ক. Work Trade Organization

খ. World Trade Organization

গ. World Trades Organization

ঘ. World Trading Organization

সঠিক উত্তর : খ

৩৮. কীভাবে একটি কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে?

ক. ব্যবসা করে

খ. শেয়ার লেনদেন করে

গ. শেয়ার ক্রয় করে

ঘ. শেয়ার বিক্রয় করে

সঠিক উত্তর : ঘ

৩৯. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

ক. সমাজকল্যাণ    খ. আয় কর

গ. ভর্তুকি    ঘ. সহায়তা

সঠিক উত্তর : ক

৪০. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়ন করে?

ক. পারিবারিক    খ. ব্যবসায়ী

গ. সরকারি    ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর : ঘ