৮ম শ্রেণির বিজ্ঞান ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সুপ্রিয় জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই আয়োজন। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে বিজ্ঞান ৯ম অধ্যায় (বর্তনী ও চলবিদ্যুৎ) থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

 

১. বিভব পার্থক্যের একক কোনটি?

 

ক. অ্যাম্পিয়ার খ. কুলম্ব

 

গ. ওহম ঘ. ভোল্ট

 

২. কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ২০ ভোল্ট এবং তড়িৎ প্রবাহ ২ অ্যাম্পিয়ার হলে, রোধ কত?

 

ক. ৫ ও’ম খ. ১০ ও’ম

 

গ. ১৫ ও’ম ঘ. ২০ ও’ম

 

৩. টিভির জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়?

 

ক. ৫ খ. ১০

 

গ. ১৫ ঘ. ২০

 

৪. একটি তারের রোধ 20 ও’ম। বিভব পার্থক্য 120 ভোল্ট হলে প্রবাহমাত্রা কত?

 

ক. 240 অ্যাম্পিয়ার খ. 140 অ্যাম্পিয়ার

 

গ. 100 অ্যাম্পিয়ার ঘ. 6 অ্যাম্পিয়ার

 

৫. কোন যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা হয়?

 

ক. ভোল্টমিটার খ. গ্যালভানোমিটার

 

গ. অ্যামিটার ঘ. জেনারেটর

 

৬. পর্যায়বৃত্ত প্রবাহের উৎস কোনটি?

 

ক. জেনারেটর খ. ডিসি জেনারেটর

 

গ. বিদ্যুৎকোষ ঘ. ব্যাটারি

 

৭. ওহম কিসের একক?

 

ক. রোধ খ. বিদ্যুৎপ্রবাহ

 

গ. বৈদ্যুতিক শক্তি ঘ. বৈদ্যুতিক বিভব

 

৮. তড়িৎ প্রবাহকে নিচের কোন প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়?

 

ক. I খ. J

 

গ. V ঘ. A

 

৯. বিদ্যুৎ প্রবাহ কী?

 

ক. শক্তির খ. ইলেকট্রনের প্রবাহ

 

গ. নিউট্রনের ঘ. প্রোটনের প্রবাহ

 

১০. ইলেকট্রনের প্রবাহ কীসের ওপর নির্ভর করে?

 

ক. বিভব পার্থক্য

 

খ. প্রোটনের প্রবাহ

 

গ. পরিবাহীর দৈর্ঘ্য

 

ঘ. পরিবাহীর প্রস্থ

 

 

 

 

 

 

 

 

 

 

১১. প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে কী বলে?

ক. বিভব পার্থক্য

খ. তড়িৎ ক্ষমতা

গ. তড়িৎ শক্তি

ঘ. রোধ

১২. ১ মিলি অ্যাম্পিয়ার = কত?

ক. ১০-৩ অ্যাম্পিয়ার

খ. ১০-৬ অ্যাম্পিয়ার

গ. ১০৬ অ্যাম্পিয়ার

ঘ. ১০৩ অ্যাম্পিয়ার

১৩. নিচের কোনটি বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে না?

ক. রাবার    খ. তামা

গ. লোহা    ঘ. পিতল

উত্তরঃ–

১.ঘ; ২.খ; ৩.ক; ৪.ঘ; ৫.ক; ৬.ক; ৭.ক; ৮.ক; ৯.খ; ১০.ক; ১১.ক; ১২.ক; ১৩.ক