উদ্দেশ্য : বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যেমন- মিনা স্কুলে যায়। এখানে ‘মিনা’ হলো উদ্দেশ্য।
বিধেয় : বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। যেমন- মিনা স্কুলে যায়। এখানে ‘স্কুলে যায়’ হলো বিধেয়।
এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–
১। বাক্যে দুটি অংশ থাকে- এ দুটি কী?
অথবা, প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে যেমন–
ক) ক্রিয়া ও কর্ম
খ) কর্তা ও কর্ম
গ) উদ্দেশ্য ও বিধেয়
ঘ) বিশেষ্য ও বিশেষণ
সঠিক উত্তর : গ) উদ্দেশ্য ও বিধেয়