আবেশহীন রোধ কুণ্ডলী বলতে কী বোঝ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এক ধরনের কুণ্ডলীকে এমনভাবে জড়ানো হয় যাতে এর এক অর্ধেকের তড়িৎপ্রবাহ অপর অর্ধেকের তড়িৎ প্রবাহের বিপরীতমুখ এবং পাশাপাশি হবে। এর ফলে এক অর্ধেকের তড়িৎ প্রবাহের দরুণ সৃষ্ট চুম্বক ফ্লাক্স অপর অর্ধেকের তড়িৎ প্রবাহের দরুন সৃষ্ট চুম্বক ফ্লাক্স পরস্পর বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে প্রশমিত করে দেয়। ফলে এরূপ কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হলে কোনো আবিষ্ট তড়িচ্চালক বলের সৃষ্টি হয় না। এরূপ জড়ানো রোধ কুণ্ডলীকে আবেশহীন রোধ কুণ্ডলী বলে।